সুশান্ত বণিক, আসানসোল
সোমবার থেকে খুলে দেওয়া হলো আসানসোল পুর এলাকার শীতাতপ নিয়ন্ত্রিত বাস স্ট্যান্ডগুলো। তবে কয়েকটি বাস স্ট্যান্ডের বাতানুকূল যন্ত্র কাজ করছে না। দ্রুত সেগুলি মেরামত করিয়ে সচল করা হবে বলে জানা গিয়েছে।
আসানসোল শহরের বিভিন্ন এলাকায় প্রায় সাতটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস স্ট্যান্ড রয়েছে। এগুলো মূলত মহিলা ও শিশুদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। প্রায় বছরখানেক ধরে সেগুলো বন্ধ বলে সম্প্রতি অভিযোগ তুলেছিলেন শহরের মানুষ। সেই অভিযোগ নিয়ে বিস্তারিত খবর প্রকাশ করে ‘এই সময়’। সেই খবরের জেরে শীতাতপ নিয়ন্ত্রিত বাস স্ট্যান্ডগুলোর কয়েকটি খুলে দেওয়া হলো।
আসানসোলের উষাগ্রামে গিয়ে দেখা গিয়েছে, কলেজ লাগোয়া এমন একটি স্ট্যান্ডে বসে রয়েছেন কলেজের ছাত্রীরা। বসে রয়েছেন কয়েকজন মহিলাও। তাঁদের মধ্যে কলেজ ছাত্রী শ্রেয়শী মুখোপাধ্যায় বলেন, ‘বাস স্ট্যান্ডটি খোলায় আমরা খুব উপকৃত হয়েছি। গরমের সময়ে আসানসোল শিল্পাঞ্চলের সর্বত্রই উত্তাপের পারদ ঘোরাফেরা করে ৪৪ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াাসের মধ্যে। এই পরিস্থিতিতে শহরের মহিলা ও শিশুদের জন্য তৈরি হওয়া এই বাস স্ট্যান্ডগুলো স্বস্তি বয়ে এনেছিল।’
তবে আসানসোল রবীন্দ্র ভবন ও আদালত লাগোয়া বাস স্ট্যান্ড দু’টিতে বাতানুকূল যন্ত্র কাজ করছে না। এ ছাড়া এখনও বন্ধ অবস্থায় রয়েছে উষাগ্রামের একটি ও নিয়ামতপুরের একটি বাস স্ট্যান্ড। এ প্রসঙ্গে আসানসোল পুরসভার অধ্যক্ষ অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘শহরবাসীর কল্যাণে পুরসভা সব সময় খেয়াল রাখে। এ ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।’ অমরনাথের বক্তব্য, দেখভালের অভাবে কিছু দিন স্ট্যান্ডগুলো বন্ধ ছিল। তবে আবহাওয়া অফিস তাপপ্রবাহের পূর্বাভাস দিতেই মহিলা ও শিশুদের স্বস্তি দিতে যুদ্ধকালীন তৎপরতায় স্ট্যান্ডগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করেছে পুরসভা।