পুলক বেরা
‘যোগ্যদের চাকরি ফিরিয়ে দিন’। ‘যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে’। প্ল্যাকার্ডে লেখা রয়েছে স্লোগান। সেই প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হতে হলো ডিআই, এডিআইকেও। বুধবার সকালে এমন দৃশ্যই দেখা গেল তমলুক ডিআই অফিসের সামনে।
বুধবার সারা রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি তমলুকেও ডিআই অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখান সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সকাল দশটা নাগাদ ডিআই পলাশ রায় ও এডিআই মুকুল গায়েন অফিসে ঢুকতেই তাঁদেরকে ঘেরাও করে বিক্ষোভ শুরু হয়। চাকরিহারাদের দাবি ছিল, যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। যোগ্যদের বেতন চালু রাখতে হবে।
বিক্ষোভ কর্মসূচি থেকেই ডিআই পলাশ রায়ের হাতে ধরিয়ে দেওয়া হয় একাধিক দাবি সম্মিলিত স্মারকলিপি। এ দিন হলদিয়া মেচেদা রাজ্য সড়কের তমলুকের মানিকতলা মোড় এবং পরে নন্দকুমার মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের নিমতৌড়ি মোড়ে টায়ার জ্বালিয়ে প্রায় কুড়ি মিনিট বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।
বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও ঘটনাস্থলে তমলুক থানার পুলিশের হস্তক্ষেপে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। এক শিক্ষিকা বলেন, ‘যতদিন না যোগ্য অযোগ্য বিচার করে ওয়েবসাইটে দেওয়া হবে, আমাদের সসম্মানে চাকরি না ফিরিয়ে দেওয়া হচ্ছে, ততদিন এই ধরনের বিক্ষোভ আন্দোলন চলতে থাকবে।’
ডিআই পলাশ রায় বলেন, ‘চাকরিহারাদের সঙ্গে আমিও সমব্যথী। ওঁরা আজ অফিসের গেটে তালা লাগিয়েছিলেন। আমি ওঁদের সঙ্গে বাইরে ছিলাম। কিন্তু তার পরে যেটা হয়েছে সে সম্পর্কে আমি কোনও মন্তব্য করব না।’ চাকরিহারা শিক্ষিকা সাবিনা ইয়াসমিন বলেন, ‘প্রথমে আমরা ডিআই অফিসে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেছিলাম। ডিআই এবং এডিআইকে আমাদের সঙ্গে বিক্ষোভে সামিল হওয়ার জন্য বাধ্য করেছিলাম। ওঁরাও জানিয়েছেন, আমাদের ব্যাথায় ওঁরা সমব্যথী, সেই কারণেই ওঁরা আমাদের সঙ্গে ছিলেন।’