• চুরি যাওয়া ১০টি বাইক উদ্ধার, ধৃত ৩, কী ভাবে সাফল্য পেল পুলিশ?
    এই সময় | ১০ এপ্রিল ২০২৫
  • চুরি যাওয়া ১০টি বাইক উদ্ধার করল এগরা থানার পুলিশ। ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন এগরা মহাকুমা পুলিশ আধিকারিক দেবীদয়াল কুণ্ডু।

    পুলিশ সূত্রে খবর, গত তিন মাস ধরে এগরা-সহ বিস্তীর্ণ এলাকায় চুরি হয়ে যাচ্ছিল একের পর এক বাইক। ঘটনায় অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযোগের উপর ভিত্তি করে তদন্তে নেমে এক জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে আসে পুলিশের।

    সেই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যায় একটি তদন্তকারী দল অভিযান চালায় ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায়। উদ্ধার হয় চুরি যাওয়া ১০টি বাইক। গ্রেপ্তার করা হয় আরও ২ জনকে। জানা গিয়েছে, ধৃতদের নাম গৌতম মহাপাত্র, লাল্টু খিলাড়ি এবং বিকাশ মান্না। তাঁরা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

    এগরা মহাকুমা পুলিশ আধিকারিক বলেন, ‘গত কয়েক মাস ধরে একের পর এক বাইক চুরি হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। সঙ্গে উদ্ধার করা হয়েছে ১০টি বাইক। শীঘ্রই উদ্ধার হওয়া বাইকগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)