• নৌকার ধারে বসে ছবি তুলতে গিয়ে বিপদ, রূপনারায়ণের জলে পড়ে গেলেন যুবক, তারপর...
    এই সময় | ১০ এপ্রিল ২০২৫
  • নৌকার ধারে দাঁড়িয়ে ছবি তুলছিলেন এক যুবক। অসাবধানতায় মাঝ নদে পড়ে গিয়ে নিখোঁজ সেই যুবক। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ায় রূপনারায়ণ নদে। নিখোঁজ যুবকের নাম পরিচয় জানা যায়নি। যুবকের খোঁজে ডুবুরি নামানো হয়েছে। 

    জানা গিয়েছে, খেয়া নৌকাটি পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার দুধকোমরা থেকে হাওড়ার বাগনান থানার বাকসী ঘাটে আসছিল। সেই সময়ে সবে ভাটা শুরু হয়েছে। ফলে জলের স্রোতও বেশ ছিল। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ওই মাঝ বয়সী লোকটি নৌকায় বসে ঝুঁকে মোবাইলে ছবি তুলছিলেন।‌ সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে তিনি জলে পড়ে যান।

    অন্যান্য যাত্রীদের চিৎকার শুনেই মাঝি দ্রুত নৌকা ঘুরিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। যদিও প্রচন্ড স্রোত থাকায় যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে খবর পেয়ে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি শুরু হয়েছে। তবে রাত পর্যন্ত নিখোঁজের কোনও সন্ধান মেলেনি।

    প্রসঙ্গত, বছর খানেক আগেই রূপনারায়ণ নদে নৌকাডুবির ঘটনা ঘটেছিল। পিকনিক সেরে ফিরে আসার সময় নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এই ঘটনায় জনা পঁচিশেক যাত্রী পড়ে যান। সকলকে উদ্ধার করা সম্ভব হলেও চার জন নিখোঁজ ছিল। পরে ধাপে ধাপে তিন জনকে উদ্ধার করা গেলেও একজনের আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

  • Link to this news (এই সময়)