• পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী, জনতার মারে হাসপাতালে ভর্তি গাড়ির চালক...
    আজকাল | ১০ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মাসান্তপুকুর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হল সুতৃষ্ণা সিং নামে এক স্কুল ছাত্রী। ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা৷ তাঁদের মারে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি গাড়ি চালক। 

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার একটি পিকআপ ভ্যান রাজ্য সড়ক ধরে পটাশপুরের দিক থেকে তেমাথানির দিকে যাচ্ছিল। সেই সময় মাসান্তপুকুর এলাকায় এক স্কুল ছাত্রী সাইকেলে করে স্কুল যাচ্ছিল। রাস্তার বাঁ দিক থেকে হঠাৎই ডানদিকে চলে আসে স্কুল ছাত্রী। তখনই পিকআপ ভ্যানের ধাক্কায় সাইকেল নিয়ে ছিটকে পড়ে যায় সে। 

    স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনার পর ক্ষিপ্ত এলাকাবাসী ওই গাড়ির চালককে ধরে বেধড়ক মারধর করে। ক্ষিপ্ত জনতার মারে পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে সবং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

    তবে অধিকাংশ স্থানীয়দের দাবী, হঠাৎ করে ওই স্কুল ছাত্রী রাজ্য সড়কের বাঁ দিক থেকে ডানদিকে চলে যাওয়ার কারণেই দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে। কিন্তু দুর্ঘটনার পর ওই পিকআপ ভ্যানের চালক গাড়ি দাঁড় করিয়ে আহত ছাত্রীকে জল দিয়ে প্রাথমিকভাবে সুস্থ করার চেষ্টা করেছে। অথচ ক্ষিপ্ত জনতা এসে তাকে বেধড়ক মারধর করে। চালককে মারধরের ঘটনার নিন্দা করেছেন অনেকেই।
  • Link to this news (আজকাল)