• ভাবছেন এই গরমে কোথায় পাবেন স্বস্তি? ঘুরে আসতে পারেন 'অফবিট' এই জায়গা থেকে ...
    আজকাল | ১০ এপ্রিল ২০২৫
  • শান্তনু সরকার, শিলিগুড়ি :  শান্ত আবার কম পরিচিত। পাহাড়ের অফবিট এই গ্রামটি আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে পর্যটন মানচিত্রে। কালিম্পং জেলার এই গ্রামটি হল 'ইচ্ছে গাঁও'। দার্জিলিং থেকে খুব একটা দূরে নয়। আবার দার্জিলিং বা অন্যান্য পর্যটনকেন্দ্রে যে কোলাহল শোনা যায় সেই কোলাহল থেকে অনেকটাই মুক্ত। 

    অফবিট এই পাহাড়ি গ্রামে গেলে যেমন উপভোগ করা যায় হিমালয়ের চোখ জুড়ানো দৃশ্য তেমনি কোলাহলমুক্ত থাকার জন্য পাওয়া যাবে একটা অন্যরকম অনুভূতি। দার্জিলিং থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এবং কালিম্পং শহর থেকে ১৫-২০ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে এই গ্রাম। 

    একমাত্র বর্ষার সময় ছাড়া বছরের অন্যান্য সময় এখানকার আকাশ থাকে পরিষ্কার। ফলে কাঞ্চনজঙ্ঘা-সহ হিমালয়ের অন্যান্য পর্বতগুলির মনোমুগ্ধকর দৃশ্য এখান থেকে দেখা যায়।‌ চারপাশে রয়েছে পাইন, ওক-এর জঙ্গল। ফলে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর একটা বড় সুযোগ এখানে এলে পাওয়া যায়। 

    কীভাবে যাবেন? জায়গাটা নিউ জলপাইগুড়ি থেকে প্রায় ৮০-৯০ কিলোমিটার দূরে। নিকটতম বিমানবন্দর বাগডোগরা প্রায় ৮৫ কিলোমিটারের দূরে। নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা থেকে শেয়ার জিপ বা গাড়ি ভাড়া করে কালিম্পং হয়ে ইচ্ছে গাঁও যাওয়া যায়। স্থানীয় বেশ কয়েকটি হোমস্টে রয়েছে যেখানে থাকা ও খাওয়া যায়। ১২০০ থেকে ২০০০ টাকার মতো জনপ্রতি খরচ। আছে গ্রামের পথে হাঁটা বা পাখি দেখার সুযোগ।
  • Link to this news (আজকাল)