• অগ্নিদগ্ধ ব্যবসায়ী পরিবার, আগুনে ঝলসে চার জন ভর্তি হাসপাতালে...
    আজকাল | ১০ এপ্রিল ২০২৫
  • মিল্টন সেন, হুগলি:‌ ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ গোটা পরিবার। গুরুতর আহত চার জনকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর তিনটে নাগাদ চন্দননগর থানার অন্তর্গত মনসাতলা এলাকায়। গুরুতর আহত গৃহকর্তা রমেশ মান্না (৫৩), তাঁর স্ত্রী সুস্মিতা মান্না (৪৮), দুই মেয়ে পৃথা মান্না (২৪) এবং পর্ণা মান্না (২২)।

    স্থানীয়দের উদ্যোগে অগ্নিদগ্ধ পরিবারের চার জনকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় চার জনকেই কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে আসেন চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী এবং ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। মেয়র বলেছেন, পেশায় মিষ্টান্ন ব্যবসায়ী রমেশ মান্না। মান্না সুইটস বেশ পুরোনো এবং যথেষ্টই বিখ্যাত। চন্দননগর শহরে মোট চারটি দোকান রয়েছে। এদিন দুপুরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে স্থানীয়রা ওই বাড়িতে যায়। দেখে পরিবারের চারজনের শরীরে তখন আগুন জ্বলছিল। হঠাৎ এমন ঘটনা কীভাবে ঘটল তিনি বুঝতে পারছেন না। কীভাবে অগ্নিকাণ্ড তা জানা যায়নি। 

     
  • Link to this news (আজকাল)