নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত দাদুর বন্ধু, ২৫ বছরের সাজা দিল আদালত
বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নাবালিকাকে লাগাতার ধর্ষণের ঘটনায় দাদুর বন্ধুর ২৫ বছরের সাজা হল। আজ, বুধবার জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিন্টু শূর ওই মামলায় সাজা ঘোষণা করেন। ২০১৯ সালের ৪ জুন নাবালিকার মা জলপাইগুড়ি মহিলা থানায় বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। এক মাসের মধ্যেই চার্জশিটও জমা দেয় আদালতে। এরপর এদিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২৫ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আদালত। পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও দু’মাসের জেলের নির্দেশও দিয়েছেন বিচারক। অন্যদিকে, নির্যাতিতা নাবালিকাকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লক্ষ টাকা দিতে বলা হয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে।