শিলিগুড়ির উন্নয়ন নিয়ে বাসিন্দাদের মতামত নিতে নাগরিক কনভেনশন তলব পুরসভার
বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বদলাচ্ছে শিলিগুড়ি। মাটির নীচ দিয়ে বিদ্যুতের তার পাতা এবং রান্নার গ্যাসের লাইন পাতার কাজ শুরু হয়েছে। যানজট নিয়ন্ত্রণে নতুন রাস্তা তৈরি ও বাসস্ট্যান্ড স্থানান্তরিত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে শহরের উন্নয়ন নিয়ে নকগরিকদের মতামত গ্রহণ করতে কনভেনশন তলব করল শিলিগুড়ি পুরসভা। আগামী ১৯ এপ্রিল দীনবন্ধু মঞ্চে ওই সভা হবে। মঙ্গলবার পুরসভার প্রশাসনিক বৈঠকের পর একথা জানান মেয়র গৌতম দেব। একই সঙ্গে তিনি এবার বরো ভিত্তিক নাগরিক কনভেনশন হবে বলেই জানিয়েছেন। উত্তরবঙ্গের বাণিজ্যনগরী শিলিগুড়ি শহর গতিময় করার দাবি বহুদিনের। এব্যাপারে তৎপর শিলিগুড়ি পুরসভা। ইতিমধ্যে তারা শহরের সেভক রোড, নিবেদিতা রোড, এসএফ রোড সহ বিভিন্ন রাস্তা সম্প্রসারণ করছে। মহানন্দা নদীর পাড় দিয়ে হিলকার্ট রোড ও সেভক রোডের সমান্তরাল রাস্তা তৈরির পরিকল্পনা নিয়েছে। এছাড়া, বিদ্যুতের তার ও রান্নার গ্যাসের লাইন মাটির নীচ দিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। মেগা জল প্রকল্প নির্মাণের কাজও চলছে জোরকদমে। এতকিছুর পরও উন্নয়ন নিয়ে নাগরিকদের মতামত নথিভুক্ত করতে পুরসভা উদ্যোগী হয়েছে।
পুরসভা সূত্রে খবর, টক টু মেয়র কর্মসূচি চলছে। প্রতি শনিবার টেলিফোনে নাগরিকদের কাছ থেকে শহরের সমস্যা নিয়ে অভাব-অভিযোগ শোনেন মেয়র। এছাড়া, মেয়রের ‘মানুষের কাছে চল’ কর্মসূচি রয়েছে। সেখানেও মেয়র পরিষদ সদস্যদের নিয়ে ওয়ার্ডবাসীদের কাছে গিয়ে অভাব-অভিযোগ শুনে ব্যবস্থা নিচ্ছেন। পুলিসের সঙ্গে পুরসভা যৌথভাবে পাড়া বৈঠক করছে। এবার ৪৭টি ওয়ার্ডের নাগরিকদের নিয়ে দীনবন্ধু মঞ্চে ১৯ এপ্রিল কনভেনশন করা হবে। মেয়র বলেন, ওই কনভেনশনে ওয়ার্ডের নাগরিকদের কাছ থেকে পরিষেবা ও উন্নয়নের মান সম্পর্কে অভাব, অভিযোগ, পরামর্শ গ্রহণ করা হবে। সেগুলি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এরপরে পাঁচটি বরোতে একটি করে নাগরিক কনভেনশন করা হবে। শীঘ্রই এব্যাপারে দিন তারিখ ঘোষণা করা হবে। ছাব্বিশের নির্বাচনের আগে পুরসভার এই কর্মসূচি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। তা বুঝতে পেরেই নাগরিক কনভেনশন নিয়ে মেয়রকে কটাক্ষ করেছেন পুরসভার বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈন। তিনি বলেন, ছাব্বিশের নির্বাচনের দিকে তাকিয়েই ওই কনভেনশন করবেন মেয়র। এতে নাগরিকদের কোনও লাভ হবে না। মেয়র অবশ্য বলেন, পুর আইন অনুসারেই ওই কনভেনশন হচ্ছে। এর পিছনে অন্য কোনও কারণ নেই।