• কালিম্পংয়ে গাড়িতে গাছ পড়ে জখম নেতাজি মহাবিদ্যালয়ের ৮জন
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও আরামবাগ: ছ’ দিনের শিক্ষামূলক ভ্রমণ সেরে ট্রেন ধরতে এনজেপিতে আসছিলেন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সঙ্গে ছিলেন শিক্ষক, শিক্ষিকারাও। 

    পথে কালিম্পং থানার লেপচা ঝোরার কাছে আচমকাই গাছ ভেঙে পড়ল তাঁদের গাড়ির উপর। সঙ্গে সঙ্গে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারে চলে যায়। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় গাড়ির চালক এবং ওই কলেজের ৮জন জখম হয়েছেন। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই  রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ ছিল। স্থানীয়রা জানান, এদিন লেপচা ঝোরার কাছে সামান্য বৃষ্টি হয়। এতেই মাটি ধসে বিশাল গাছ রাস্তায় এসে পড়ে। কালিম্পংয়ের পুলিস সুপার শ্রীহরি পান্ডে বলেন, পাহাড়ের ঢাল থেকে গাছ পড়ে ওই দুর্ঘটনা ঘটে। এতে গাড়ির চালক ও আট যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একমাত্র গাড়ির চালক হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। এদিন সিকিমের পেলিং থেকে ওই গাড়িটি আসছিল।

    দুর্ঘটনার খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পুলিস সুপার বলেন, ওই যাত্রীদের এনজেপি স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত গাছটি কেটে রাস্তা পরিষ্কার করা হয়েছে। যান চলাচল এখন স্বাভাবিক। গত ৩ এপ্রিল কলেজের ভূগোল বিভাগ থেকে প্রায় ৬০ জন ছাত্রছাত্রী শিক্ষামূলক ভ্রমণে পাহাড়ে যান। পড়ুয়াদের সঙ্গে বিভাগের অধ্যাপক, অধ্যাপিকারাও ছিলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ গড়াই বলেন, ছাত্রছাত্রী এবং শিক্ষকরা একাধিক ছোট গাড়ি করে ফিরছিলেন। যার মধ্যে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।  
  • Link to this news (বর্তমান)