চা শ্রমিকদের পিএফ মেটানোর দাবিতে তৃণমূলের পদযাত্রা শুরু
বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার ও কুমারগ্রাম: চা শ্রমিকদের পিএফের বকেয়া টাকা মেটানোর দাবিতে তৃণমূল কংগ্রেসের পদযাত্রা কর্মসূচি শুরু হল। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার অসম সীমান্তের কুমারগ্রামের সংকোশ চা বাগান থেকে এই পদযাত্রা শুরু হয়েছে। একইভাবে এদিন জলপাইগুড়ির এলেনবাড়ি থেকেও একটি পদযাত্রা শুরু হয়েছে। দু’টি পদযাত্রাই বৃহস্পতিবার গয়েরকাটায় গিয়ে পৌঁছবে। শুক্রবার গয়েরকাটা থেকে পদযাত্রায় অংশ নেওয়া শ্রমিকরা জলপাইগুড়িতে পিএফ অফিসে পৌঁছবেন। এই দাবিতে শ্রমিকরা পিএফ অফিস ঘেরাও করবেন। সেখানে শ্রমমন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা।
মঙ্গলবার সংকোশ চা বাগানে এই পদযাত্রার সূচনা করেন রাজ্যসভার সাংসদ তৃণমূলের জেলা সভপতি প্রকাশচিক বরাইক। উপস্থিত ছিলেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বঁড়া ওরাওঁ, দলীয় বিধায়ক জয়প্রকাশ টোপ্পো ও আইএনটিটিইউসির জেলা সভাপতি বিনোদ মিঞ্জ। এদিন প্রখর রোদ উপেক্ষা করে প্রকাশচিক বরাইক সংকোশ ও নিউল্যান্ডস চা বাগানে ৫ কিমি পদযাত্রা করেন। তিনি বলেন, পিএফ অফিস ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। এই ঘুঘুর বাসা ভাঙতে হবে। শ্রমিকদের পিএফএর বকেয়ার কোটি কোটি টাকা মেটাতে হবে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে।
কুমারগ্রাম ছাড়াও আলিপুরদুয়ার-২, কালচিনি ও মাদারিহাট ব্লকে ১০০ টি চা বাগান ছুঁয়ে যাবে এই পদযাত্রা। একইভাবে এলেনবাড়ি থেকে শুরু হওয়া পদযাত্রাও জলপাইগুড়ির ১০০টি বাগান ছুঁয়ে যাবে। তৃণমূল চা শ্রমিক নেতৃত্বের দাবি, আলিপুরদুয়ার জেলায় ৬৪টি বাগানের মধ্যে মাত্র ১৫টি বাগানে শ্রমিকদের পিএফ ঠিকঠাক আছে। বাকি ৩৯টি বাগানের শ্রমিকদের পিএফ ঠিক নেই। ৩৯টি বাগানে শ্রমিকদের বকেয়া পিএফের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। নিজস্ব চিত্র।