• প্যারামেডিক্যাল পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, হলদিয়া: অনলাইন গেমের বলি হলেন এক মেধাবী কলেজ পড়ুয়া। মঙ্গলবার মহিষাদলের গাড়ুঘাটা এলাকায় বেসরকারি প্যারামেডিক্যাল কলেজের হস্টেল থেকে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অভিজিৎ পাত্র(২২)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকে। তিনি ব্যাচেলর অব ফিজিওথেরাপি কোর্সে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এদিন বেলা ১২টা নাগাদ কলেজের হস্টেলের বাথরুম থেকে গামছায় ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছে। মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস বলেন, বেসরকারি প্যারামেডিক্যাল কলেজের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ছাত্রের হস্টেলের রুম থেকে একটি সুইসাইড নোট মিলেছে। অনলাইন গেমে আসক্ত হয়ে ঋণে জড়িয়ে পড়ে অবসাদে ভুগছিলেন ওই পড়ুয়া। প্রাথমিক তদন্তে জানা তা জানা গিয়েছে। 

    জানা গিয়েছে, কলেজ চত্বরে হস্টেলেই থাকতেন অভিজিৎ। সোমবারই বাড়ি থেকে ফিরেছেন। কলেজের হস্টেলের একটি রুমে অভিজিৎ ও তাঁর এক জুনিয়র বন্ধু থাকতেন। এদিন সকালে অভিজিৎ রুমেই ছিলেন। তাঁকে মনমরা অবস্থায় দেখে বন্ধুদের সন্দেহ হয়েছিল। ক্লাসে গিয়ে বন্ধুরা হস্টেল সুপার ও শিক্ষকদের তা জানিয়েছিলেন। পরে বন্ধুরা অভিজিৎকে কলেজ থেকে ফোন করেও পাননি। নিরাপত্তারক্ষী হস্টেলে গিয়ে বাথরুমের দরজা বন্ধ দেখেন। কলেজের লোকজন দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় ওই পড়ুয়াকে দেখেন। মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই পড়ুয়ার বন্ধুদের সূত্রে জানা গিয়েছে, প্রায় ছ’মাস ধরে অনলাইন বেটিং গেমে আসক্ত হয়ে পড়েছিলেন। এজন্য অনেক টাকা ধারদেনাও করেছেন। অভিজিৎ খুবই মেধাবী পড়ুয়া ছিলেন।
  • Link to this news (বর্তমান)