শিশু অসুস্থ , চার সদস্যের তদন্ত কমিটি তেহট্ট মহকুমা হাসপাতালের
বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
সংবাদদাতা তেহট্ট: তেহট্ট মহকুমা হাসপাতালে ইঞ্জেকশন দেওয়ার পর একাধিক শিশু অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছিল। মঙ্গলবার এঘটনার তদন্তে শিশু বিশেষজ্ঞ, মেডিসিন, অ্যানাস্থেশিস্ট ও ফার্মাসিস্টকে নিয়ে চারজনের তদন্ত কমিটি গঠন করলেন হাসপাতালের সুপার। সেইসঙ্গে ভর্তি থাকা শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একজন নার্সিং কর্মীকে বিভাগে রাখা হয়েছে। মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা গেল, অসুস্থ হয়ে পড়া শিশুদের মধ্যে তিনজন বাদে বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালের শিশুবিভাগে ২১জন ভর্তি ছিল। তাদের বয়স পাঁচ থেকে নয় বছরের মধ্যে। বেশ কয়েকটি ইঞ্জেকশনের সঙ্গে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। সোমবার বিকেলে ন’জন শিশুর শারীরিক সমস্যা দেখা দেয়। ওই শিশুদের পরিবারের অভিযোগ, কোনও একটা ইঞ্জেকশন দেওয়ার পর শিশুদের জ্বর, হেঁচকি ওঠা শুরু হয়। ধীরে ধীরে তাদের অবস্থার অবনতি হলে শিশুবিভাগে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে সোমবার রাতেই সেই বিভাগে যান হাসপাতাল সুপার বাপ্পাদিত্য ঢালি। তিনি রোগী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। যে নয়জন শিশু অসুস্থ ছিল, তার মধ্যে ছয়জন এখন সুস্থ হয়েছে। মঙ্গলবার তাদের ছুটিও দেওয়া হয়েছে। বাকি তিনজন এখনও চিকিৎসাধীন। সবমিলিয়ে, শিশুবিভাগে মোট ১৬জন ভর্তি আছে।
আপাতত ইঞ্জেকশন দেওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সতর্কতা অবলম্বন করেছে। সবসময় শিশুদের উপর নজরদারির জন্য আলাদাভাবে একজন নার্সিংকর্মীকে ওই বিভাগে রাখা হয়েছে। ওই কর্মী ১৫মিনিট অন্তর শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। হাসপাতাল সুপার বাপ্পাদিত্য ঢালি বলেন, চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা সম্ভব হবে।