ডিজিটাল অ্যারেস্ট প্রতারণায় ৪০০টি ভাড়ার অ্যাকাউন্ট ছিল জালিয়াতদের
বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিজিটাল অ্যারেস্টের নাম করে প্রতারণার অভিযোগে ইডি হেফাজতে থাকা চিরাগ কাপুর ও যোগেশ দুয়া এরাজ্যে চারশোরও বেশি ভাড়ার অ্যাকাউন্ট চালাচ্ছিল। একারণে অ্যাকাউন্টের প্রকৃত গ্রাহককে ৭০ হাজার টাকা করে দিত চিরাগ। এভাবে প্রায় তিন কোটি টাকা খরচ করেছে তারা। দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য জানতে পেয়েছে ইডি। পাশাপাশি ভুয়ো নথি দিয়ে একাধিক অ্যাকাউন্টও খুলেছিল তারা। অ্যাকাউন্ট ভাড়া নেওয়া ও মিউল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এই দুই অভিযুক্ত এই রাজ্যকেই বেছে নিয়েছিল। পাশাপাশি টাওয়ার বসানোর নাম করেও তারা টাকা তুলেছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, এই দুই জালিয়াতকে প্রথম গ্রেপ্তার করেছিল লালবাজার।