• ৫৯ কোটি টাকা জিএসটি ফাঁকি, নাগেরবাজারে ধৃত ব্যবসায়ী
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৫৯ কোটি টাকা জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে নাগেরবাজার থেকে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন কলকাতা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের গোয়েন্দারা। ধৃতের নাম মনোজ গুপ্তা। সোমবার রাতে নাগেরবাজারের ডায়মন্ড প্লাজা আবাসন থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। সিঁথি থানাতে গত বছর ৫৯ কোটি টাকার জিএসটি ফাঁকির অভিযোগ দায়ের করেন সেলস ট্যাক্সের জয়েন্ট কমিশনার। লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করে সিঁথি থানার পুলিস। পরে মামলার তদন্তভার কলকাতা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইকোনমিক অফেন্সেস উইংয়ের হাতে তুলে দেওয়া হয়। 

    তদন্তে নেমে গোয়েন্দারা দেখেন, নাগেরবাজারের বাসিন্দা মনোজ গুপ্তা  উত্তর কলকাতার পাশাপাশি শহরজুড়ে ১৮টি ভুয়ো কোম্পানি খুলে কোটি কোটি টাকার জিএসটি ফাঁকির কারবার ফেঁদে বসেছেন। গোয়েন্দাদের এক সূত্র জানাচ্ছে, ‘ওই ব্যবসায়ী রাজ্য সরকারের কাছ থেকে ৫৯ কোটি টাকা ‘ইনপুট ট্যাক্স ক্রেডিট’ বা ‘আইটিসি’ আদায়ের জন্য ভুয়ো কোম্পানির মধ্যে কাগজে–কলমে মাল কেনাবেচা দেখিয়েছেন। এরফলে রাজ্য সরকারকে আইটিসি বাবদ ওই ব্যবসায়ীকে ৫৯ কোটি টাকা মেটাতে হয়েছে। ফলে রাজ্যের রাজস্ব ক্ষতি  হয় এই ৫৯ কোটি টাকা।’ রাজ্য সেলস ট্যাক্সের এক সূত্র জানাচ্ছে, ঘটনার সূত্রপাত ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবর্ষে। সেলস ট্যাক্সের ‘আইটিসি ইনভেস্টিগেশন ইউনিট’-এর আধিকারিকরা ব্যবসায়ীর দাখিল করা জিএসটি রিটার্ন খতিয়ে দেখে লক্ষ্য করেন, ওই ব্যবসায়ী পরপর দু’টি অর্থবর্ষে আইটিসি বাবদ রাজ্যের থেকে প্রায় ৫৯ কোটি টাকা তুলে নিয়েছেন। ব্যবসায়ীর কাজে সন্দেহ হওয়ায় সেলস ট্যাক্সের বাছাই করা অফিসারদের একাধিক টিম আচমকা ব্যবসায়ীর দোকান, তাঁর অন্য ব্যবসা স্থল ও গুদামে হানা দেন। এই অভিযানেই ওঠে আসে, মনোজ গুপ্তার ১৮টি ভুয়ো কোম্পানির মধ্যে কাগজে-কলমে মালের কেনাবেচা দেখানো হলেও, ট্রান্সপোর্ট বিল, স্টক রেজিস্টার্ড, সেল–পারচেজ রেজিস্টার্ড মজুত মাল—   কোনও কিছুই মিলছে না। এরপরই ব্যবসায়ীর বিরুদ্ধে সিঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেলস ট্যাক্সের জয়েন্ট কমিশনার। তারই সূত্র ধরে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যবসায়ীকে। এই মামলাতে এখনও তিনজন পলাতক। ধৃত মনোজকে জেরা করে বাকি অভিযুক্তদের হদিশ পেতে চাইছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের গোয়েন্দারা। 
  • Link to this news (বর্তমান)