• চাপের মুখে নতিস্বীকার, অভয়া ফান্ডের হিসাব বুঝিয়ে দেবেন জুনিয়র চিকিৎসকরা
    প্রতিদিন | ১০ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাপের মুখে অবশেষে নতিস্বীকার। বাধ্য হয়ে অভয়া তহবিলের যাবতীয় হিসাব বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। আগামী ১৬ এপ্রিল একটি গণসম্মেলনের ডাক দেওয়া হয়েছে। তাতেই তহবিলের হিসাবে বুঝিয়ে দেওয়ার কথা।

    বুধবার জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। তাতে ছিলেন দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া-সহ আরও অনেকেই। অনিকেত জানান, “প্রতিটি পাই পয়সার হিসাব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট দেবে। ১৬ এপ্রিল আর জি কর মেডিক্যাল কলেজে কনভেনশনের ডাক দিচ্ছি। এই কনভেনশনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট সাধারণ মানুষের কাছে পাই পয়সার হিসাব তুলে ধরবে।” কিন্তু কেন এই সিদ্ধান্ত? অনিকেত সেই কারণ ব্যাখ্যা করে বলেন, “সাধারণ মানুষ আমাদের যে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই পাই পয়সার হিসাব মিটিয়ে দেব।”

    বলে রাখা ভালো, গত বছরের ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ করে ওই তরুণী চিকিৎসককে খুন করা হয়। এই ঘটনায় প্রথমে কলকাতা পুলিশ তদন্তে নামে। সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে অবশ্য কলকাতা হাই কোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার নেয় সিবিআই। এই ঘটনায় বর্তমানে দোষী সাব্যস্ত সঞ্জয়। তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে ফুঁসে ওঠেন সমাজের প্রতিটি স্তরের মানুষ। সেই সময় আন্দোলন চলাকালীন অভয়া তহবিল তৈরি হয়। ওই তহবিল নিয়ে দানা বাঁধে বিতর্ক। এই ফান্ড সংক্রান্ত তদন্তে ইতিমধ্যে বেশ কয়েকজনকে তলবও বিধাননগর থানার পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)