• নেতাজি ইন্ডোরে ‘দিদি’র কাছে জানিয়েছিলেন চাকরি খোয়ানোর যন্ত্রণা, কসবায় ‘লাঠিপেটা’ সেই মেহবুব-ধৃতীশকে
    প্রতিদিন | ১০ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহখানেক আগে চাকরি হারিয়েছেন তাঁরা। দিনদুয়েক আগে নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রীর সামনে মঞ্চে দাঁড়িয়ে নিজেদের দুর্দশার কথা জানিয়েছিলেন মেহবুব মণ্ডল, ধৃতেশরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পেয়েছেন আশ্বাস। তবে সেই আশ্বাসের পরেও ডিআই অফিস অভিযানে অংশ নেয় চাকরিহারাদের একাংশ। সেই দলেই ছিলেন মেহবুব মণ্ডল, ধৃতেশরাও। অভিযোগ, কসবায় পুলিশের লাঠি ঘা-ও সহ্য করতে হয় তাঁদের।

    মেহবুব বলেন, “আমরা আমাদের চাকরি বাঁচানোর লড়াই করছি। আর পুলিশ তাদের কাজ করেছে। পুলিশ তো নিজে নিজে মারছে না। সকলের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। খুলে দেখাতে পারছি না।” খানিকটা হুঁশিয়ারির সুরে মেহবুব বলেন, “অবিলম্বে আমাদের দাবি মেনে নিক। তা না হলে এটা সবে শুরু। ট্রেলার। আমরা চাই মুখ্যমন্ত্রী শুধু যোগ্যদের দিকটা দেখুক। অযোগ্যদের নয়।”

    এদিকে, এদিন চাকরিহারাদের উপর লাঠিচার্জ যে হয়েছে তা স্বীকার করে নিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা। তিনি বলেন, “কসবার ডিআই অফিসে হামলায় ৬ জন জখম। তাঁদের মধ্যে ১ জন হাসপাতালে। পুলিশ বাধ্য হয়ে অ্যাকশন নিয়েছে।” তবে চাকরিহারাদের মারধরের যে ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে তা আংশিক সত্য বলেই দাবি নগরপালের। তিনি জানান, এই ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ডিসিপির কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। মুখ্যসচিবের অনুরোধ, “যদি কোনও অভাব অভিযোগ থাকে, তাহলে নির্দিষ্ট জায়গায় জানাতে হবে। নিজের হাতে আইন তুলে নেওয়া ঠিক নয়।”
  • Link to this news (প্রতিদিন)