• প্রশংসা করেছিলেন অভিষেক, সেই মঞ্জুর পঞ্চায়েত পেল সেরার শিরোপা
    এই সময় | ১০ এপ্রিল ২০২৫
  • পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থ খরচ-সহ একাধিক প্রকল্প সঠিকভাবে রূপায়ণ করেছে গোলাড় গ্রাম পঞ্চায়েত। বুধবার সেই গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে এই গ্রাম পঞ্চায়েতের তৎকালীন সদস্য মঞ্জু দলবেরাকে মঞ্চে তুলে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে মঞ্জু দলবেরা এই পঞ্চায়েতের প্রধান। 

    বুধবার জেলাশাসকের কার্যালয়ে ভালো কাজের জন্য ব্লকগুলিকেও পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও জন প্রতিনিধিরা।

    পঞ্চায়েত প্রধান হিসেবে মঞ্জু দলবেরার হাতে পুরস্কার তুলে দেন স্বয়ং জেলাশাসক খুরশিদ আলি কাদেরি। কেশপুর ছাড়াও এ দিন কেশিয়াড়ি ব্লকের ঘৃতগ্রাম গ্রাম পঞ্চায়েত ও কুসুমপুর গ্রাম পঞ্চায়েত, মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েত, মোহনপুর ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েত ও দাঁতনের দাঁতন ২নং গ্রাম পঞ্চায়েতকেও পুরস্কৃত করা হয়েছে। সব রকম প্রশাসনিক প্যারামিটারের ভিত্তিতে গড়বেতা-৩ ব্লক ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিম মেদিনীপুরে প্রথম স্থান অধিকার করেছে।

    পুরস্কার পেয়ে মঞ্জু দলবেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। মঞ্জু বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর যে বিশ্বাস ও ভরসা রেখেছিলেন, আমি তার পূর্ণ মর্যাদা রাখার চেষ্টা করেছি। আগামী দিনে আমি চাইব আরও ভালো কাজ করতে। জেলাশাসক ও সরকারের কাছে আবেদন আমার গ্রাম পঞ্চায়েতকে আরও বেশি করে আর্থিক সাহায্য দেওয়া হোক, মানুষের কাজ করার জন্য।’ জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি বলেন, ‘নতুন অর্থবর্ষে কাজের গতি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বছর কাজের পরিমাণ আরও বাড়বে বলে আশাবাদী।’

    উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুরে অনুষ্ঠিত দলীয় জনসভাতে হাজির ছিলেন অভিষেক। কেশপুর ব্লকের গোলাড় গ্রাম পঞ্চায়েতের তৎকালীন পঞ্চায়েত সদস্য মঞ্জু দলবেরাকে মঞ্চে ডেকে নিয়েছিলেন সাংসদ। সেই সভাতেই অভিষেক বলেছিলেন, ‘এরাই হচ্ছে কেশপুরের সৎ ও একনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মী ও পঞ্চায়েতে মানুষের সেবক।’

  • Link to this news (এই সময়)