• হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল, হাওড়ায় মৃত্যু শ্রমিকের
    এই সময় | ১০ এপ্রিল ২০২৫
  • হাওড়ায় এক বেসরকারি হাসপাতালের দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের। মৃত যুবকের নাম নবকিশোর মণ্ডল (১৮)। আরও এক শ্রমিক আহত হয়েছেন বলে খবর। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

    পুলিশ সূত্রে খবর, হাওড়া আন্দুল রোডের উপর একটি বেসরকারি হাসপাতালের বাউন্ডারি ওয়ালের বাইরে একটি চওড়া নিকাশি নালা আছে। তার পাশে একটি বহুতল বাড়ির নির্মাণ চলছে। দেওয়ালের পাশেই নির্মাণ শ্রমিকরা অস্থায়ী ঘর করে থাকছিলেন। 

    এ দিন সন্ধ্যায় দেওয়ালের পাশেই নির্মাণ শ্রমিকরা অস্থায়ী ঘর করে থাকছিলেন। হঠাৎ দেওয়াল ভেঙে পড়ায় চাপা পড়ে যান দুই শ্রমিক। পরে পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা তাঁদের উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণের মধ্যেই মারা যান নবকিশোর। রাজকুমার মণ্ডল নামে আরও একজন যুবক আহত হন। 

    খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্মাণ কার্য চলাকালীন মাটির কম্পন থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। শিবপুর দমকলের এক আধিকারিক বলেন, ‘কী ভাবে দেওয়াল ভেঙে পড়ল সেটা খতিয়ে দেখা হচ্ছে। 

  • Link to this news (এই সময়)