• ইংলিশবাজারে যুবককে চোর বলে সন্দেহ, গলায় দড়ি পেঁচিয়ে বাইকে টেনে নিয়ে গিয়ে খুন, অভিযোগ বাবার
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: প্রথমে চোর সন্দেহ। সপ্তাহখানেক পর থানায় অভিযোগ দায়ের। পরে অভিযুক্তকে তুলে নিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিস। কিন্তু তাতেও আক্রোশ কমেনি। বাড়িতে এসে হুমকি দেওয়ার পর যুবকের গলায় দড়ি পেঁচিয়ে বাইকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। বুধবার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছেলে মিঠু ঘোষের মৃতদেহ নিতে এসে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন ইংলিশবাজার থানা এলাকার নিত্যানন্দপুর গ্রামের বৃদ্ধ হরিপদ ঘোষ। তাঁর অভিযোগ,মঙ্গলবার রাত আটটা নাগাদ কয়েকজন বাড়িতে এসে ছেলেকে হুমকি দেয়। ভয়ে আমার ছেলে পালাতে গেলে ওরা ধরে ফেলে। তারপর গলায় দড়ি দিয়ে বাইকে টানতে টানতে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। 

    কিন্তু কেন নৃশংসভাবে মারা হল তাঁর ছেলেকে? হরিপদর দাবি,কয়েকদিন আগে গ্রামের একটি বাড়িতে চুরি হয়। আমার ছেলেকে চোর বলে সন্দেহ করা হয়েছিল। ৭ এপ্রিল ওরা থানায় অভিযোগ করে। তার ভিত্তিতে পুলিস ছেলেকে তুলে নিয়ে যায়। পরের দিন হরিপদ ছেলেকে থানা থেকে ছাড়িয়ে বাড়ি নিয়ে গেলে রাতে ওই ঘটনা ঘটে। 

    স্থানীয় এবং পুলিস সূত্রে জানা গিয়েছে,বুধবার সকালে নিজের বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে মিঠুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। পরিবারের অভিযোগ,মিঠুর গলায় দড়ি জড়ানো ছিল। তাঁর শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। 

    মৃত যুবকের মামা গণেশ ঘোষ বলেন, ইংলিশবাজার থানায় অভিযোগ দায়ের করা হবে। সন্দেহের বশে ওরা আমার ভাগ্নের নামে থানায় অভিযোগ দায়ের করে। মিথ্যে কেসও দেওয়া হয় ওর নামে। বুধবার দুপুরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে পুলিস। ইংলিশবাজার থানা গোটা ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি।
  • Link to this news (বর্তমান)