• হবিবপুরে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে ঝামেলা, ধৃত তিন
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, হবিবপুর: বিলে মাছ ধরাকে কেন্দ্র করে বিবাদ দুই গোষ্ঠীর মধ্যে। মাছ চুরি করে বিক্রি করা হচ্ছে বলে একপক্ষ থানায় অভিযোগ জানালে ড্রাইভার সহ তিনজনকে গ্রেপ্তার করেছে হবিবপুর থানার পুলিস। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের জাজইল গ্রাম পঞ্চায়েতের পাইকেনডাঙ্গা এলাকায়। রাতেই আটকদের ছাড়াতে হবিবপুর থানায় আসেন স্থানীয় বাসিন্দারা। হবিবপুর থানার পুলিস বুধবার তিনজনকে আদালতে পাঠালে তিনদিনের পুলিস হেফাজত হয়েছে।

    পুলিস ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৮ বিঘা সরকারি জমির অর্ধেকে অনেক বছর আগে বিল করা হয়। পার্শ্ববর্তী কৃষিজমিতে সেচের জলের চাহিদা মেটাতে যার অত্যন্ত গুরুত্বপুর্ণ ভূমিকা রয়েছে। কারণ সারা বছরই কমবেশি জল থাকে এখানে। তবে জায়গাটি ডাঙা হিসেবে সরকারি খাতায় উল্লেখ রয়েছে বলে জানান বাসিন্দারা। ২০১৪ সাল থেকে বিলের প্রায় ১২ বিঘা জায়গা অনিল হেমব্রম, লখিন্দর হেমব্রম ও পাস্ট হেমব্রমের নামে পাট্টা রেকর্ড হয়। সেটা বাসিন্দারা সকলেই জানেন। বিলে মাছ চাষ করা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে জমির মালিকদের এর আগেও বিবাদ হয়। যা নিয়ে কোর্টে এখনও মামলা চলছে। এরমধ্যেই মঙ্গলবার ফের দুপক্ষ বিতর্কে জড়িয়ে পড়ে। 

    অনিল বলেন, বিলে মাছের চারা ছেড়েছিলাম। সেগুলি এখন বড় হয়েছে। গ্রামবাসীরা জোর করে বিল থেকে মাছ ধরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন। স্থানীয় থানায় গ্রামের ১৫ জনের নামে লিখিত জানিয়েছি। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিলটিতে বরাবর মাছ চাষ করেন বাসিন্দারা। উৎসবে সেই মাছ আশেপাশের দু’তিনটি গ্রামের মানুষ নিজেদের মধ্যে ভাগ করে খেতেন। 

    এক অভিযুক্ত ডোমন মুর্মু বলেন, বিলের মাছ ধরা নিয়ে আগেও কোর্টে মামলা করেছিলেন জমির মালিকেরা। গ্রামের তিনজনের নাম ছিল সেখানে। গ্রামবাসীরা সকলেই গরিব মানুষ। মামলা লড়ার জন্য টাকার প্রয়োজন ছিল বলে বিল থেকে মাছ তুলে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তা থেকে পুলিস গাড়িসহ মোট তিনজনকে ধরেছে।  এই বিলে মাছ ধরা নিয়েই সংঘর্ষ হয়। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)