সংবাদদাতা, রামপুরহাট: দীর্ঘ বঞ্চনার প্রতিবাদে আগামী ২০ এপ্রিল রেল অবরোধের ডাক দিয়েছে নলহাটি নাগরিক মঞ্চ। রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জেলা প্রশাসনের কর্তাদের চিঠি দিয়ে জানিয়েছেন তাঁরা। এই আবহে আজ বৃহস্পতিবার নলহাটি জংশন পরিদর্শনে আসছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর। নাগরিক মঞ্চর সাফ কথা, জিএম আলোচনায় ডাকলে তবেই আমরা যাব।
আপ ও ডাউন কাঞ্চনজঙ্ঘা, কুলিক ও ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ, স্টেশনের উন্নয়ন ও করোনা কালে বন্ধ থাকা বারাণসী এক্সপ্রেস, বর্ধমান মালদা লোকাল, দানাপুর ফাস্ট প্যাসেঞ্জার, বারহারোহা শিয়ালদহ বামদেব প্যাসেঞ্জার ও রামপুরহাট সাহেবগঞ্জ লোকাল চালুর দাবিতে আন্দোলন চালিয়ে আসছে নলহাটি নাগরিক মঞ্চ। গত দু’বছরে বেশ কয়েকবার অবরোধের ডাক দিয়ে রেল কর্তাদের আশ্বাসে পিছু হটতে হয়েছে তাঁদের। কিন্তু রেল দাবি পূরণ না করায় গত ১ ডিসেম্বর রেল অবরোধ করে নাগরিক মঞ্চ। তার জেরে ওইদিন বর্ধমান সাহেবগঞ্জ লুপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। ওইদিন নলহাটিতে এডিআরএম এবং সিনিয়র ডিসিএম মঞ্চের সদস্যদের নিয়ে আলোচনায় বসেন। কিন্তু আলোচনা ফলপ্রসু না হওয়ায় ক্ষুব্ধ মঞ্চের সদস্যরা বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। গত ১১ ফেব্রুয়ারি হাওড়ায় ডিআরএম লেভেলে মিটিংয়ে মঞ্চের সদস্যদের নিয়ে বৈঠক হয়। যদিও ডিআরএম অনুপস্থিত থেকেছেন। এডিআরএম এবং সিনিয়ার ডিভিশনাল অপারেশন ম্যানেজার মঞ্চের কোনও দাবিই মানতে চাননি। অভিযোগ, রেল কর্তারা তাঁদের তাচ্ছিল্য করেন। মঞ্চের সদস্য থেকে এলাকার বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিং বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন।
একদিকে বঞ্চনা, অন্যদিকে অপমানের প্রতিবাদে ২০ এপ্রিল ফের বড়সড় রেল অবরোধের ডাক দিয়েছে মঞ্চ। ওইদিন নলহাটি জুড়ে থাকা বিভিন্ন লেভেল ক্রসিং গেটে লাইনে নেমে অবরোধের হুমকি দেওয়া হয়েছে। মঞ্চের সদস্যরা জানিয়েছেন, ডিআরএম বা জিএম ছাড়া আর কারও সঙ্গে তাঁরা আলোচনায় বসবেন না।
এই আবহেই আজ নলহাটি আসছেন পূর্ব রেলের জিএম। রেল সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা ২৫ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত তিনি জংশন এলাকা পরিদর্শন করবেন। নাগরিক মঞ্চের সহ সম্পাদক রাজেন্দ্র মিশ্র বলেন, মঙ্গলবার রেলের এসআইবি ফোন করেছিলেন। তিনি জানতে চাইছিলেন জিএমের সঙ্গে দেখা করবেন কি না। আমরা সাফ জানিয়েছি, উনি ডাকলে তবেই আমরা যাব। নিজে থেকে যাব না। ২০ এপ্রিল আমাদের অবরোধ হচ্ছেই। রেল সূত্রে খবর, নাগরিক মঞ্চের সঙ্গে বৈঠক করতে পারেন জিএম।