• পূর্বস্থলীতে গাঁজা উদ্ধারের মামলায় ৫ জন দোষী সাব্যস্ত
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, বর্ধমান: পূর্বস্থলী থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধারের মামলায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করল বর্ধমানের মাদক সংক্রান্ত বিশেষ আদালত। তাদের নাম হরেকৃষ্ণ বালা, তার ছেলে শুভঙ্কর বালা, খাম্বি সিং, খোয়াই বাকপম, বুম্বা সিং ও মতিলাল সিং। হরেকৃষ্ণ ও শুভঙ্করের বাড়ি পূর্বস্থলী থানা এলাকায়। অসমের শান্তিপুর থানা এলাকায় খাম্বির বাড়ি। মণিপুরের বিষ্ণুপুরে খোয়াই বাকপমের বাড়ি। অপরজনের বাড়ি মণিপুরের কাওয়া থানা এলাকায়। গ্রেপ্তারের পর থেকে শুভঙ্কর ছাড়া বাকিরা জেলে রয়েছে। শুভঙ্করের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। বুধবার তাকে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়ার নির্দেশ দেন বিচারক। বর্ধমানের মাদক সংক্রান্ত বিশেষ আদালতের বিচারক মনোজকুমার রাই ওই পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছেন। আজ, বৃহস্পতিবার সাজা ঘোষণা হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ৩০ জানুয়ারি মণিপুর থেকে একটি ট্রাকে করে পূর্বস্থলীতে গাঁজা আনা হচ্ছে বলে খবর পায় এসটিএফ। সেইমতো ওইদিন দুপুরে পূর্বস্থলীর সুলুন্টু মোড়ের কাছে একটি ট্রাক দেখে সন্দেহ হয় এসটিএফের গোয়েন্দাদের। তাঁরা ট্রাকটিকে দাঁড় করান। তল্লাশিতে চালকের কেবিনের পিছনে বাঙ্কার থেকে থরে থরে সাজিয়ে রাখা গাঁজার প্যাকেট উদ্ধার হয়। মোট ৮২৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। ট্রাকে অসম ও মণিপুরের বাসিন্দারা ছিল। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে গাঁজার কারবারে হরেকৃষ্ণ ও তার ছেলের জড়িত থাকার কথা জানতে পারে এসটিএফ। এসটিএফের তরফে ঘটনার কথা জানিয়ে পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের করা হয়। 

    এসটিএফের আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায় বলেন, গ্যাংটি ওড়িশা, মণিপুর থেকে গাঁজা এনে এ রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করত। হরেকৃষ্ণ ও তার ছেলে শুভঙ্কর মণিপুর থেকে গাঁজা আনার বরাত দেয়। হোয়াটসঅ্যাপে ট্রাকের চালকের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টি আদালতে প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোথাও মামলা নেই বলে আদালতে বয়ান দিয়েছে হরেকৃষ্ণ। কিন্তু, সে অন্য একটি মামলায় অভিযুক্ত। আদালতে মিথ্যা বয়ান দেওয়ার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও আবেদন জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)