জিব্রাল্টার প্রণালী পার হতে স্পেনে প্রাকটিস শুরু সায়নীর
বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: জলকন্যা সায়নী দাসের লক্ষ্য এবার জিব্রাল্টার প্রণালী। কালনা থেকে তিনি ইতিমধ্যেই স্পেনে রওনা দিয়েছেন। সেখানে প্র্যাকটিস শুরু হয়ে গিয়েছে। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। জিব্রাল্টার প্রণালীতে ১৬ ডিগ্রি তাপমাত্রাতেই তার প্র্যাকটিস চলছে। ইতিমধ্যে নর্থ চ্যানেল, ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা, মালোকাই, কুক প্রণালী তিনি সাঁতার কেটে সাফল্য পেয়েছেন। জিব্রাল্টার প্রণালীও জয় করতে পারবেন বলেই তিনি আশাবাদী। আগামী ১৪এপ্রিল থেকে শুরু হবে অভিযান। তার সঙ্গে আরও দু’জন আমেরিকার সাঁতারু অংশগ্রহণ করবেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, জিব্রাল্টার প্রণালীতে ঝড় বইছে। আগামী তিন চার দিন এরকমই আবহাওয়া থাকবে। সাবধানতা অবলম্বন করে অনুশীলন চালিয়ে যাচ্ছি। এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এখানকার প্রতিকূল আবহাওয়ার সঙ্গে হাঙরের দৌরাত্ম্য তাঁকে চিন্তায় রেখেছে। তাদের আক্রমণও প্রতিরোধ করতে হবে। কয়েকদিন আগে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে জেলাশাসক আয়েশা রানি এ, সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলাশাসক বলেন, সায়নী শুধু জেলার নয়, রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। আগামী দিনে সায়নী আরও সাফল্য পাবে বলে আমরা আশাবাদী। জেলা পরিষদের সভাধিপতি বলেন, এই মেয়ের মধ্যে অন্যরকম প্রতিভা রয়েছে। জিব্রাল্টার প্রণালীও তিনি জয় করবেন। তারজন্য তিনি অনেক পরিশ্রম করেছেন। তাঁর এই সংগ্রাম সাফল্য এনে দেবে। স্থানীয়রা বলেন, সায়নী ছোট থেকেই জলে থাকতে ভালবাসে। বাড়িতে থাকলে প্রায়ই সময় তিনি ভাগীরথীতে স্রোতের বিপরীতে সাঁতার কাটেন। ঘণ্টার পর ঘণ্টা জলে থাকলেও তাঁর কোনও সমস্যা হয় না। কারও কাছে তিনি ‘জলপরী’, আবার কারও কাছে তিনি ‘জলকন্যা’ নামে পরিচিত। অনেক সময় প্রচণ্ড ঠাণ্ডা জলে সাঁতার কাটতে হয়। সেই কারণে বাড়িতে জলে বরফ দিয়ে ঘণ্টার পর ঘন্টা তিনি বসে থাকতেন। কঠোর পরিশ্রমের জন্যই তাঁর একের পর এক সাফল্য এসেছে। স্পেনে গিয়ে তিনি অনুশীলন শুরু করে দিয়েছেন। আবহাওয়া সঙ্গে মানিয়ে নিতে তিনি সব জায়গাতেই এমনটা করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, জেট ল্যাগের জন্য প্রথম দিন শরীর বেশ ক্লান্ত ছিল। তারপরও অনুশীলন করেছি। ভারতবর্ষের শেষ অনুষ্ঠানে সময় তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। স্পেনে তাপমাত্রা ১৬ ডিগ্রি। তাঁর লক্ষ্য জিব্রাল্টার প্রণালী জয় করে সে দেশে ভারতের পতাকা ওড়ানো।