সংবাদদাতা, রঘুনাথপুর: খরাপ্রবণ পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের গুনিয়াড়া গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর, অযোধ্যা গ্রামের চাষিরা পাইপ লাইনের জল কাজে লাগিয়ে তরমুজ, শসা থেকে শুরু করে ঝিঙে, লাউ, কুমড়ো, করলা চাষ করে নজির সৃষ্টি করছেন। ইতিমধ্যে নিতুড়িয়া ব্লক কৃষিদপ্তরের তরফ থেকে চাষিদের উৎসাহ দিতে এলাকা পরিদর্শন করা হয়েছে। কৃষিদপ্তর ওই চাষিদের সাধুবাদ জানিয়েছে। জানা গিয়েছে, গত ২৬ মার্চ রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিতুড়িয়া ব্লকের ভামুরিয়া, দীঘা ও রায়বাঁধ গ্রাম পঞ্চায়েতের কৃষিজমি পরিদর্শন করেন। ব্লক প্রশাসনকে সর্বদা চাষিদের পাশে থাকার জন্য বলেন তিনি। তারপরেই ব্লকের বিভিন্ন এলাকায় চাষের কাজ দেটখার পাশাপাশি চাষিদের সুবিধে অসুবিধের দেখতে কৃষিদপ্তরের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন। দেখা গিয়েছে, গুনিয়াড়া গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর, বীরবলডি, অযোধ্যার মতো গ্রামের চাষিরা অসাধ্য সাধন করেছেন। অযোধ্যা গ্রামের কৃষক বিকাশ গড়াই, দুর্গাপুরের যোগেশ গড়াই, বীরবলডর সঞ্জয় মণ্ডল বলেন, ব্লকের কৃষি বিভাগের সাহায্য ও সহযোগিতায় সারা বছর ধরে বিভিন্ন ফসলের চাষ করে থাকি। তবে গ্রীষ্মে জলের অভাব থাকায় চাষ করতে অসুবিধা হতো। বর্তমানে আমাদের গ্রামের পাশ দিয়ে জলের পাইপ লাইন গিয়েছে। সেই জলকে কাজে লাগিয়ে প্রচুর ফস, ফলিয়েছি। কৃষিদপ্তরের তরফ থেকে ফসলের বীজ, সার ও অনুখাদ্য সরবরাহ করা হয়। এছাড়া উন্নত প্রযুক্তির মাধ্যমে কীভাবে লাভজনকভাবে চাষ করা যায় তার জন্য কৃষিদপ্তরের তরফ থেকে বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয়েছে। চাষের কাজ করে এখন আমরা স্বনির্ভর। নিতুড়িয়া কৃষিদপ্তরের আধিকারিক পরিমল বর্মন বলেন, গুনিয়াড়া গ্রাম পঞ্চায়েতের চাষিরা চাষের কাজে নবদিগন্ত দেখিয়েছেন।