• কুমোরটুলিতে মৃৎশিল্পীর ঘর থেকে চুরি কালীপ্রতিমার মুখ
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কুমোরটুলির এক মৃৎশিল্পীর ঘর থেকে রাতের অন্ধকারে চুরি গেল আট ফুটের দুটি কালী মূর্তির মুখ। গত ৬ এপ্রিল রাতে ঘটনাটি ঘটে কুমোরটুলির বনমালি সরকার স্ট্রিটে মৃৎশিল্পী ইন্দ্রজিৎ পালের স্টুডিওয়। ৭ এপ্রিল সকালে কারিগররা এসে দেখেন, মা কালীর মুখ দু’টি উধাও। বুধবার ইন্দ্রজিৎবাবু বলেন, শ্যামপুকুর থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিস এসে ঘটনার তদন্ত শুরু করেছে। তারা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।’ ওই শিল্পীর দাদা রুদ্রজিৎ পাল বলেন, যে কোনও প্রতিমার মুখমণ্ডল তৈরি করা পরিশ্রমের কাজ। আমাদের সন্দেহ, কেউ হয়তো মা কালীর মুখ দু’টি চুরি করে অন্যত্র বিক্রি করে দিয়েছে। আমাদের সমিতিকেও বিষয়টি জানিয়েছি। ওই শিল্পীর ঘরে কর্মরত কারিগরদের একাংশ জানায়, পুজোর মুখে যদি চুরির ঘটনা ঘটত, তাহলে আমাদের সমস্যায় পড়তে হতো। কালীপুজোর এখন অনেক দেরি। তবে এখন থেকেই কালীমূর্তি সহ অন্যান্য দেব-দেবীর মূর্তি তৈরির কাজ চলছে। রংয়ের কাজ বাকি রেখে তা গোডাউনে পাঠানো হচ্ছে। মা কালীর মুখ দু’টিও গোডাউনে পাঠানোর পরিকল্পনা নেওয়া হচ্ছিল। তারই মধ্যে চুরির ঘটনা ঘটল। 
  • Link to this news (বর্তমান)