• অবশেষে স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ শুরু হল বিডন স্ট্রিটে
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি বিদ্যুৎ বন্টন সংস্থার টাকা মিটিয়ে অবশেষে বিডন স্ট্রিটে শুরু হল স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ। কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে একটি ‘স্যাটেলাইট হেল্থ সেন্টার’ তৈরি হওয়ার কথা। তার জন্য মিনার্ভা থিয়েটারের সামনে রাস্তা খোঁড়া হয়েছিল। গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে ওই অবস্থাতেই পড়েছিল রাস্তা। কারণ, মাটির নীচের বিদ্যুতের তার সরাতে বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থা প্রায় সাত লক্ষ টাকা দাবি করেছিল। রাস্তাজুড়ে গর্ত, ডাঁই হয়ে থাকা মাটির জন্য স্থানীয় বাসিন্দারা দুর্ভোগের মধ্যে পড়ছিলেন। এক-দু’পশলা বৃষ্টি হয়ে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। সেই খবর প্রকাশিত হয়েছিল ‘বর্তমান’-এ। পুরসভা সূত্রে খবর, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন স্বয়ং পুর কমিশনার। বিস্তর দর কষাকষির পর অবশেষে পাঁচ লক্ষ টাকায় তার সরাতে রাজি হয় বিদ্যুৎ বণ্টন সংস্থা। ইতিমধ্যে সেই কাজ সম্পন্ন হয়েছে বলে খবর। এবার স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজে হাত দেবে পুরসভা। বর্ষার আগেই কাজ শেষ করার ‘টার্গেট’ নিয়েছে পুর কর্তৃপক্ষ। বিডন স্ট্রিট 

    এবং গুরুদাস স্ট্রিটের সংযোগস্থলের পাশেই প্রস্তাবিত স্বাস্থ্যকেন্দ্রটি গড়ে ওঠার কথা। প্রসঙ্গত, পুরসভার প্রতিটি ওয়ার্ডেই দ্বিতীয় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ চলছে। ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তারকনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘বেশ কয়েক মাস ধরে একটা কাজ আটকেছিল। অবশেষে তা শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তার মাঝখানে এতদিন ধরে গর্ত করে রাখার জন্য মানুষকে ভুগতে হয়েছে। বর্ষার আগে এই কাজ শুরু করতে না পারলে দুর্ভোগ কয়েকগুণ বাড়ত। আশা করছি, দ্রুত নতুন স্বাস্থ্যকেন্দ্র চালু করা যাবে।’ 
  • Link to this news (বর্তমান)