• বাইপাসে লক্ষাধিক টাকার চেন ছিনতাই
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রকাশ্য রাস্তায় হীরের লকেট লাগানো সোনার চেন ছিনতাইয়ের ঘটনার কিনারা করল লালবাজার। ইএম বাইপাসের উপর এক ছিনতাইকারীর খপ্পড়ে পড়েন এক মহিলা। কসবা থানায় লিখিত অভিযোগ জানান তিনি। তার ভিত্তিতে তদন্তে নেমে চারদিনের মধ্যে লক্ষাধিক টাকা মূল্যের ওই চেন উদ্ধার করেছে গোয়েন্দা বিভাগের ছিনতাই দমন শাখা। ধৃতের নাম আব্দুল ইনাম ওরফে কালু (২৪)। এর আগে আরও কয়েকটি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ট্যাংরা থানা এলাকার ডি সি দে রোড থেকে গ্রেপ্তার করা হয় তাকে।  

    পুলিস সূত্রে খবর, ৫ এপ্রিল রাতে ঘটনাটি ঘটে। ওইদিন একটি নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরছিলেন মহিলা। সেই সময় পিছন থেকে একটি বাইকে চেপে আসে অভিযুক্ত। অভিযোগকারিণীর দাবি, বাইকে একজনই ছিল। গলা থেকে ছোঁ মেরে চেন ছিঁড়ে নেয় বাইকচালক। এরপর বাইপাসের ধরে চম্পট দেয় সে। কসবা থানার দ্বারস্থ হন মহিলা। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিস। কিন্তু, বাইকটিকে চিহ্নিত করতে পারেনি থানা। এরপরেই লালবাজারের ছিনতাই দমন শাখা ঘটনার তদন্তভার গ্রহণ করে। গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, টাওয়ার ডাম্পিংয়ের সাহায্যে অভিযুক্তের লোকেশন জানা যায়। সেই সূত্র ধরে বুধবার গোয়েন্দা টিম হানা দেয় ডি সি দে রোডে। একটি গুমটি ঘর থেকে গ্রেপ্তার করা হয় ইনামকে। ওই গুমটিতে হানা দিয়ে খোয়া যাওয়া লক্ষাধিক টাকার গয়না উদ্ধার করেন তদন্তকারীরা। এদিনই অভিযুক্তকে আদালতে পেশ 

    করা হয়। বিচারক যুবককে ১০ এপ্রিল পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেন।  
  • Link to this news (বর্তমান)