• বেতনের পোর্টাল খুলল চাকরিহারাদের
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন সংক্রান্ত হিসেব ও নথি জমা দেওয়ার সরকারি আই-ওএসএমএস পোর্টাল খুলে গেল বুধবার। সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে এই পোর্টালটি বন্ধই ছিল। তা নিয়ে একাধিক প্রশ্ন ছিল প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে। অবশেষে এই পোর্টাল খুলেছে। এক প্রধান শিক্ষক বলেন, মামলায় আমরা পক্ষ নই। যাঁরা পক্ষ, সেই পর্ষদ বা শিক্ষাদপ্তরের তরফে আমাদের কাছে কোনও নির্দেশ আসেনি। তাই আমরা বেতন সংক্রান্ত কাজ সেরে ফেলছি। বেতনের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই। এরপর তাঁর দায়িত্ব।
  • Link to this news (বর্তমান)