নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে আজ, বৃহস্পতিবার সরকারি ছুটি। রাজপথে অন্যান্য কর্মদিবসের তুলনায় মানুষের সংখ্যা কম থাকবে। সেই সূত্রে আজ কলকাতা মেট্রোর জোড়া রুটে দিনভর পরিষেবার সংখ্যাও কম থাকবে। কবি সুভাষ-দক্ষিণেশ্বর ও শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ করিডরে পরিষেবা হ্রাস পাবে। সপ্তাহের কাজের দিনগুলি নর্থ-সাউথ মেট্রো পথে সারাদিন ২৬২টি মেট্রো পরিষেবা চলে। আজ তা কমে হবে ২৩৬। এক ধাক্কায় এদিন ২৬টি পরিষেবার সংখ্যা কমবে। যদিও সময়সূচিতে কোনও বদল হবে না। দিনের প্রথম মেট্রো কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে যথাক্রমে সকাল ছ’টা ৫০ মিনিট ও সকাল ছ’টা ৫৫ মিনিটে। পাশাপাশি রাত সাড়ে ন’টা ও রাত ন’টা ২৮ মিনিটে দুই প্রান্তিক স্টেশন থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে। রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ ও দমদম থেকে নাইট স্পেশাল মেট্রো অন্যান্য কাজের দিনের মত চলবে। অন্যদিকে শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে এদিন ১৬টি মেট্রো পরিষেবা কমবে। অন্যান্য কাজের দিন ইস্ট-ওয়েস্ট করিডরের এই অংশে ১০৬টি পরিষেবা পান যাত্রীরা। এদিন সরকারি ছুটির জন্য সারাদিন ৯০টি চলবে। দিনের প্রথম মেট্রো শিয়ালদহ ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে যথাক্রমে সকাল ছ’টা ৫৫ মিনিট ও সকাল সাতটা পাঁচ মিনিটে ছাড়বে। দিনের শেষ মেট্রো ওই দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে যথাক্রমে রাত ন’টা ৩৫ মিনিট ও ন’টা ৪০ মিনিটে। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড, কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় ও জোকা-মাঝেরহাট রুটে এদিন পরিষেবা স্বাভাবিক থাকবে।