সংবাদদাতা, কল্যাণী: ফুটবল খেলা নিয়ে কাউন্সিলারের সঙ্গে বাদানুবাদ। সেই নিয়ে এক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোকুলপুর দেশবন্ধু খেলার মাঠে। অভিযোগের তীর ওই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলার নন্দ ঘোষের দিকে। আহত ছাত্র অর্জুন চট্টোপাধ্যায়কে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করানো হয়।
আহত ছাত্র এবং কাউন্সিলার– উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান। ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিস।
জানা গিয়েছে, কাউন্সিলারের মারে ওই ছাত্র কপালে চোট পায়। ছাত্রের অভিযোগ, মাঠে ফুটবল খেলার সময় পাশেই কাউন্সিলার তাঁর বন্ধুবান্ধবের সঙ্গে তাস খেলছিলেন। তখন হঠাৎ ফুটবল খেলতে বারণ করেন কাউন্সিলার। পাল্টা ছাত্ররাও বলে, আপনারাও তাস খেলা বন্ধ করুন। এনিয়ে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, তখন ওই ছাত্রকে ব্যাপক মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন কাউন্সিলার নন্দ ঘোষ। এমনকী তাকে লাথি, ঘুসিও মারেন তিনি। কপাল ফেটে যায় ছাত্রের।
যদিও কাউন্সিলার তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সামনে টুর্নামেন্ট আছে। সেজন্য মাঠে জল দেওয়া হয়েছিল। তাই খেলতে বারণ করেছিলাম। বাদানুবাদ থেকে ধস্তাধস্তি হয়। মারধর করা হয়নি। এটা আমাকে জব্দ করার জন্য পরিকল্পনা। আসলে গয়েশপুর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অন্যান্য কাউন্সিলারের সঙ্গে আমিও অনাস্থা জানিয়েছিলাম। তাই অন্য গোষ্ঠীর, অর্থাৎ ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঘটনায় মদত দিচ্ছেন।
যদিও সেই বক্তব্য উড়িয়ে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিৎ বিশ্বাস দাবি করেন, আক্রান্ত ছেলেটির বাড়ি আমার বাড়ির পাশেই। তাই মানবিক কারণে পাশে দাঁড়িয়েছি। এখানে কোনও গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই।