• ‘আপনাদের কাজ পড়ানো, পড়াবেন...বিকাশ বাবু, শুভেন্দু বাবুদের গ্যাস খাবেন না’, শিক্ষকদের পরামর্শ ফিরহাদের
    এই সময় | ১০ এপ্রিল ২০২৫
  • রাজ্য জুড়ে সোচ্চার ২০১৬ এসএসসি বাতিল প্যানেলে নাম থাকা ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। বুধবার দিন ভর জেলায় জেলায় ডিআই অফিসে শিক্ষকদের ডেপুটেশনন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরই মাঝে শিক্ষকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখার পরামর্শ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। একইসঙ্গে বিরোধীদের ভ্রান্ত প্রচারে না পড়াও পরামর্শ দিয়েছেন তিনি।

    বুধবার রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম হলদিয়া উন্নয়ন পর্ষদের এক অনুষ্ঠানে যোগ দিতে হলদিয়ায় যান। সেখানে চাকরিহারা শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই মতো স্কুলে যান এবং কাজে যোগদান করুন। মুখ্যমন্ত্রী যখন বলেছেন, তখন সব ঠিক হয়ে যাবে। কোথায় কী হচ্ছে সে সবে কান দেওয়ার দরকার নেই। যে যাই বলুক না কেনও আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। সব ঠিক হয়ে যাবে।’ কসবায় শিক্ষকদের উপর লাঠিচার্জের বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে আমার কিছু জানা নেই। সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো ভিডিয়ো ছড়ায়।’ সেই সব বিষয়ে পাত্তা না দিয়ে শিক্ষকদের শান্তি বজায় রাখার বার্তা দেন ববি হাকিম।

    তবে সন্ধ্যায় মেদিনীপুর শহরে MKDA-র কার্যালয়ে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ এই প্রসঙ্গে বিরোধীদের উদ্দেশে তোপ দাগেন। তাঁর মতে, পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে বিরোধীরা। তাদের পাতা ফাঁদে শিক্ষকদের পা না দেওয়ার পরামর্শ। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করে তোপ দাগেন ফিরহাদ হাকিম। বলেন, ‘চাকরিহারা শিক্ষকদের বলছি যে গ্যাস খাবেন না। মিডিয়ার গ্যাস খাবেন না। সোশ্যাল মিডিয়ার গ্যাস খাবেন না। বিকাশ ভট্টাচার্য, সুকান্ত বাবু, শুভেন্দু বাবুদের গ্যাস খাবেন না। আপনাদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা যান গিয়ে পড়ান, দায়িত্ব আমার; এটাকে বিশ্বাস করুন। আপনারা গ্যাস খেলে বিভিন্ন জায়গায় অরাজকতা হবে। ক্ষতিটা আপনাদের হবে। কারণ এরা আপনাদের হয়ে সুপ্রিম কোর্টে বলেনি, বিরুদ্ধে বলেছে। আজ যেটা হয়েছে, আমি জানি না কি হয়েছে, তবে গ্যাস খাবেন না! আপনাদের কাজ পড়ানো, পড়াবেন। দায়িত্ব মুখ্যমন্ত্রী নিয়েছেন, বাকিটা মুখ্যমন্ত্রী দেখছেন।’

    এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ফিরহাদ হাকিমের পাশাপাশি উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল, মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, জেলাশাসক পূর্ণেন্দু মাজি, পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুধীর কোন্থাম সহ অন্যান্যরা।

  • Link to this news (এই সময়)