আবার উত্তপ্ত জঙ্গিপুর! আবার লাঠি চালাল পুলিশ, ১৬৩ ধারা জারি করা এলাকাগুলিতেই ছড়াল উত্তেজনা
আনন্দবাজার | ১০ এপ্রিল ২০২৫
সকাল থেকে থমথমে ছিল এলাকা। কিন্তু বেলা বাড়তেই নতুন করে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিস্তীর্ণ এলাকায়। ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও আবার রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সুতি এলাকা।
এ বার আহিরণ এলাকায় জাতীয় সড়কে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে পাল্টা আক্রমণ শুরু করলেন বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিতে গেলে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। লাঠিচার্জ শুরু করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। বস্তুত, মঙ্গলবার থেকে ওই এলাকায় ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। তার পরেও নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে পুলিশ ও প্রশাসন।
ওয়াকফ (সংশোধিত) আইনের বিরোধিতায় মঙ্গলবার থেকে অশান্ত জঙ্গিপুরের বিভিন্ন এলাকা। প্রথমে সংখ্যালঘু ছাত্র ও যুব সংগঠনের ডাকে আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচিতে গন্ডগোল হয় পুলিশের সঙ্গে। ১২ নম্বর জাতীয় সড়কে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন বিক্ষোভকারীরা। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা। পাল্টা পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় লাঠিচার্জের অভিযোগ ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে ১৬৩ ধারা জারি করে প্রশাসন। সংশ্লিষ্ট এলাকাগুলিতে পাঁচ বা তার অধিক মানুষ একসঙ্গে জমায়েত করতে পারবেন না বলে জানানো হয়। তা ছাড়া কোনও দাহ্য পদার্থ, পেট্রল, ডিজ়েল, কেরোসিন জাতীয় পদার্থ বহনে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
কিন্তু তার মধ্যেই সূতির আহিরণে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ উঠেছে সেখানে। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশবাহিনীকে। অন্য দিকে, আহিরণে হল্ট মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন আন্দোলনকারীরা। সেখানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে তাঁদের।