• বাংলা নববর্ষকে উদ্‌যাপন করতে দ্বিতীয়বর্ষে অনুষ্ঠিত হতে চলেছে ‘১লা পার্বণ’
    আনন্দবাজার | ১০ এপ্রিল ২০২৫
  • বাঙালিয়ানা উদ্‌যাপনের শ্রেষ্ঠ উৎসব পয়লা বৈশাখ। বাঙালির বারো মাসে তেরো পার্বণের প্রথম পার্বণ। কিন্তু পয়লা বৈশাখ মানে এখন আর শুধু হালখাতা বা মিষ্টিমুখ করা নয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্‌যাপনেও এসেছে অভিনবত্ব। বাংলা নববর্ষ উদ্‌যাপনের এই মুহূর্তকে আরও আনন্দমুখর করে তুলতে ‘মাইন্ডশাফ্ট মিডিয়া প্রাইভেট লিমিটেড’-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে জমজমাট কার্নিভাল ‘১লা পার্বণ’। দ্বিতীয়বর্ষে এই বছর ১২ থেকে ১৫ এপ্রিল সেন্ট্রাল পার্ক, বইমেলা প্রাঙ্গণে (করুণাময়ী) ‘১লা পার্বণ’ আয়োজিত হবে। প্রেজ়েন্টিং পার্টনারের ভূমিকায় রয়েছে ‘ফরচুন এডিবল অয়েলস্ অ্যান্ড ফুডস্’।

    বাঙালিয়ানার এক অনন্য উৎসব চলবে চারদিন ধরে। বর্ষবরণের এই জমজমাট কার্নিভালে ছোট থেকে বড়, সবাই খুঁজে পাবে নিজের আনন্দের ঠিকানা। এই বছর ‘১লা পার্বণ’-এ থাকছে গ্রুপ ডান্স থেকে শুরু করে বাঙালিয়ানায় ভরা অভিনব ফ্যাশন শো, ব্যান্ড হান্ট, বাংলা র‍্যাপ, গ্রুপ ইনস্ট্রুমেন্টাল, রান্নার প্রতিযোগিতা, লাইভ আর্ট, কসমে প্লে সহ আরও অনেক কিছু। তবে পুরো বিষয়টাই সাজানো হবে বাঙালি থিমে।

    ‘১লা পার্বণ’-এর প্রথম দিনেই ‘অদ্ভুত বাঙালি’ সম্মানে সম্মানিত করা হবে কিছু বিশিষ্ট বাংলা ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটারকে। শুধু তা-ই নয়, সন্ধে থেকেই মঞ্চ মাতাবেন স্বনামধন্য সংগীতশিল্পীরা। তাঁদের মধ্যে থাকছেন ফসিল্‌স, চন্দ্রবিন্দু, ক্যাকটাস, ইমন চক্রবর্তী এবং ফকিরা। পাশাপাশি বাঙালিয়ানার ছোঁয়া রেখে থাকছে একটি বিশেষ আলপনা জ়োন এবং বাংলা থিমেটিক আর্ট ইনস্টলেশনস, যা উৎসবের রঙকে আরও উজ্জ্বল করে তুলবে।

    ‘মাইন্ডশাফ্ট মিডিয়া প্রাইভেট লিমিটেড’-এর ডিরেক্টর আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, “গত বছরের মতো এ বছরও বাঙালিয়ানার মোড়কে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। তবে এই বছর অনেক নতুন ধরনের ইভেন্ট যোগ হয়েছে। বাঙালিয়ানার ছোঁয়া রেখে হবে ‘কসমে প্লে’, এই ভাবনা সম্পূর্ণ নতুন। পাশাপাশি বিভিন্ন ধরনের খাওয়া-দাওয়া তো থাকছেই। এ ছাড়াও থাকছে ফুড জ়োন, হস্তশিল্প জ়োন, ‘ফোকস্ অফ বেঙ্গল’, ‘ওপেন মাইক’ এবং ‘ফান অ্যান্ড গেমস্ জ়োন— সব বয়সীদের জন্য। সকলে আসুন এবং এক সঙ্গে বাংলা নববর্ষ উদ্‌যাপনে সামিল হোন।”

    এই পয়লা বৈশাখে ‘১লা পার্বণ’-এর হাত ধরে কলকাতায় শুরু হবে আনন্দ উদ্‌যাপনের এক নতুন অধ্যায়। খাওয়া-দাওয়া, গান-বাজনা, থেকে আড্ডা— সব মিলিয়ে জমে উঠবে বাঙালির নববর্ষ উদ্‌যাপন। বাংলার ঐতিহ্য সংস্কৃতির ছোঁয়ায় নতুন বছর হয়ে উঠবে আরও স্মরণীয়।
  • Link to this news (আনন্দবাজার)