• আজ মেট্রো পরিষেবায় কাটছাঁট, নোয়াপাড়া থেকে কবি সুভাষ, কম চলবে মেট্রো
    এই সময় | ১০ এপ্রিল ২০২৫
  • মহাবীর জয়ন্তী উপলক্ষে আজ, বৃহস্পতিবার মেট্রো পরিষেবায় কাটছাঁট। ২৩৬টি মেট্রো চলবে ব্লু লাইনে। ৯০টি মেট্রো চলবে গ্রিন লাইন ওয়ানে। তবে গ্রিন লাইন টু, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে।

    অন্যান্য দিন ব্লু লাইনে অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত ২৬২টি মেট্রো চলে। বৃহস্পতিবার তা কমে হবে ২৩৬টি। আপ লাইনে ১১৮টি ও ডাউনে ১১৮টি মেট্রো চলবে।

    কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে সাড়ে ৯টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮-এ। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ৯টা ৪০ মিনিটে ছাড়বে। এ ছাড়া স্পেশাল নাইট মেট্রো থাকছে রোজের মতোই। কবি সুভাষ থেকে দমদমে যাওয়ার এই মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে।

    গ্রিন লাইন ওয়ান অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মোট ৯০টি ট্রেন চলবে আজ। ২০ মিনিট অন্তর পরিষেবা মিলবে। রাত ৯টা ৩৫ মিনিটে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের শেষ মেট্রো ছাড়বে। রাত ৯টা ৪০-এ ছাড়বে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো।

  • Link to this news (এই সময়)