• Breaking News Live: উত্তরাখণ্ডের হাসাপাতালে ১৫ মাসে ৪৭৭ জন HIV পজিটিভের খোঁজ, বাড়ছে উদ্বেগ
    এই সময় | ১০ এপ্রিল ২০২৫
  • মহাবীর জয়ন্তী উপলক্ষে আজ ২৩৬টি মেট্রো চলবে ব্লু লাইনে। ৯০টি মেট্রো চলবে গ্রিন লাইন ওয়ানে। তবে গ্রিন লাইন টু, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে।

    গত ১৫ মাসে উত্তরাখণ্ডের একটি হাসপাতালে ৪৭৭ জন HIV পজিটিভের খোঁজ, উদ্বেগে বিশেষজ্ঞরা। মূলত মাদকের প্রতি আসক্তি, অসুরক্ষিত যৌনজীবনই বিপদ ডেকে আনছে বলে দাবি ওয়াকিবহাল মহলের।

    বাবা ছেলে মিলে চালাত মাদক চক্র? হুগলির হরিপাল থেকে ১১৮ কেজি গাঁজা উদ্ধার করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। পাশাপাশি গত ২৬ মার্চ এনসিবির হাতে গ্রেপ্তার হয় হরিপালের ২ বাসিন্দা, তারা সম্পর্কে বাবা-ছেলে। তাদের কাছ থেকে বিপুল গাঁজা উদ্ধার হয় বলে সূত্রের খবর।

    ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে আমেরিকা থেকে আনা হচ্ছে ভারতে। আজ, বৃহস্পতিবার বিকেলে তাহাউরকে নিয়ে ভারতে নামবে বিমান। দেশে ফিরিয়ে এনে তাকে এনআইএ-র বিশেষ আদালতে হাজির করানো হতে পারে। সূত্রের খবর, তাকে রাখা হবে তিহাড় জেলে।

    রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আর এই নিম্নচাপের জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার মূলত ৯ জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলি হলো উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ।

    সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী যোগ্যদের পাশে থাকার মৌখিক আশ্বাস দিয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে। কিন্তু তার পরেও রাজ্য জুড়ে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। আজ (বৃহস্পতিবার) শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এ দিন দুপুর ১২টা থেকে এই মিছিল শুরু হতে পারে বলে জানা যাচ্ছে।

  • Link to this news (এই সময়)