• নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের পূর্বাভাস
    এই সময় | ১০ এপ্রিল ২০২৫
  • নিম্নচাপের ভ্রুকুটি। বদলাবে আবহাওয়া। বৃহস্পতিবার ৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। শুক্র এবং শনিবারও দক্ষিণবঙ্গে দুর্যোগ চলবে, জানাচ্ছে আবহাওয়া অফিস। 

    কবে, কোন কোন জেলায় বৃষ্টি?

    চৈত্রের গরমে রীতিমতো নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। স্বস্তির বৃষ্টি চাইছেন তাঁরা। সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে দিতে চলেছে নিম্নচাপ। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তা অবস্থান করছে। বৃহস্পতিবার তা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে। শুক্রবার উত্তর-পূর্ব দিকে এর অভিমুখ হতে চলেছে এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় তা শক্তি বাড়িয়ে অবস্থান করবে। আর এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। 

    আজ বৃহস্পতিবার ৯ জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই জেলাগুলি হলো, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,  ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। একই সঙ্গে এই সব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। 

    শুক্রবার ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের ৬ জেলাতে। এই জেলাগুলি হলো, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলিতেও বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

    শনিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। এই জেলাগুলি হলো, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম। একই সঙ্গে জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াও বইতে পারে। 

    অন্যদিকে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের ৫ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। আগামী ২ থেকে ৩ দিনে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তার পর তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। 

    সপ্তাহান্তে কলকাতায় দুর্যোগের পূর্বাভাস। কমেছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি কম। তবে অস্বস্তি বাড়াচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এ দিন শহরের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ।

  • Link to this news (এই সময়)