• শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস এই ৭ জেলায়, আবহাওয়ার বড় আপডেট
    আজ তক | ১০ এপ্রিল ২০২৫
  • রাজ্যে গ্রীষ্মের দাবদাহের মধ্যে আজ, বৃহস্পতিবার, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।​

    গতকাল রাত থেকে উত্তরবঙ্গের কিছু এলাকায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে, যা আগামী কয়েক ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, কলকাতায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।​

    গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি।​

    বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে বর্ষণের ইঙ্গিত মিললেও সেভাবে বৃষ্টিপাত হয়নি, ফলে গরমের তীব্রতা কমেনি। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। অন্য জেলাগুলিতে বৃষ্টিপাত হলে তার প্রভাবে কলকাতায় কিছুটা ঠান্ডা বাতাসের অনুভূতি পাওয়া যেতে পারে।​

    উত্তরবঙ্গেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সপ্তাহের শেষ দিকে রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।​

    কালবৈশাখী সম্পর্কে এখনও কোনও আপডেট দেয়নি আবহাওয়া দফতর। এপ্রিল মাসে অন্তত একটি কালবৈশাখীর আশা থাকলেও, এবার তার দেখা পাওয়া কঠিন বলে মনে হচ্ছে। তবে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে দাবদাহ বাড়তে পারে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, এই বছর গড়ে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকতে পারে বাংলায়। কলকাতায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার সম্ভাবনাও প্রবল। সুতরাং, রাজ্যবাসীকে আসন্ন গরমের জন্য প্রস্তুত থাকতে হবে।

     
  • Link to this news (আজ তক)