• আজ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জানুন বিশদে
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
  • কলকাতা, ১০ এপ্রিল: আজ, বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিকেল অথবা সন্ধ্যায় ভিজতে পারে কলকাতাও।গতকাল রাত থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। সেইসঙ্গে বজ্রপাত। আগামী কয়েক ঘণ্টা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। এদিকে, আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ কলকাতায়। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে।গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।
  • Link to this news (বর্তমান)