পথ দুর্ঘটনা শহরে বেড়ে চলেছে। বিশেষ করে এই পথ দুর্ঘটনা বেশি দেখা যায় সল্টলেক এলাকায়। এই নিয়ে উষ্মাপ্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জন্যই ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ কর্মসূচি নেওয়া হয়। তারপরও পথ দুর্ঘটনা ঘটে চলেছে। এই পরিস্থিতি ঠেকাতে এবার উদ্যোগী হল পুলিশ। নিউটাউন, টেকনো সিটি এবং ইকো পার্ক তিনটি থানা এলাকার জন্য নিউটাউনে ছিল একটিমাত্র ট্রাফিক গার্ড। এবার ইকো পার্কে একটি নয়া সাব ট্রাফিক গার্ডের উদ্বোধন করা হল। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ ওই সাব ট্রাফিক গার্ডের উদ্বোধন করেন। তার জেরে একদিকে যেমন যানজট নিয়ন্ত্রণ করা যাবে তেমন অপরদিকে পথ দুর্ঘটনা অনেকটা কমিয়ে আনা যাবে।
নিউটাউন, টেকনো সিটি এবং ইকো পার্ক এলাকায় যেমন অফিস আছে তেমন গাড়ির চাপও আছে। এই এলাকাগুলিতেই বেশি পথ দুর্ঘটনা হয় বলে পুলিশের পরিসংখ্যানে উঠে এসেছে। তাই এই নয়া ট্রাফিক গার্ডের উদ্বোধন করে পুলিশ কমিশনার জানান, টেকনো সিটি থানা এলাকায় এবার আরও একটি সাব ট্রাফিক গার্ড গড়ে তোলা হবে। একই সঙ্গে সল্টলেকেও আরও একটি ট্রাফিক গার্ড তৈরির পরিকল্পনা আছে বিধাননগর কমিশনারেটের। নিউটাউনে আগেই ছিল একটি ট্রাফিক গার্ড। ইকো পার্কে এখন হয়ে গেল নয়া ট্রাফিক গার্ড। টেকনো সিটিতেও হবে আর একটি ট্রাফিক গার্ড। তবে তার জন্য সময় লাগবে। আর ট্রাফিক গার্ড গড়ে উঠলে ট্রাফিক ব্যবস্থাও মসৃণ হবে এবং পথ দুর্ঘটনাও কমবে।
এখন নিউটাউনে রোজ বাড়ছে জনসংখ্যা। বাড়ছে অফিস, পার্ক, ব্যবসা। পাল্লা দিয়ে বেড়ে চলেছে গাড়ির সংখ্যাও। আর উৎসব অনুষ্ঠানে একটি ট্রাফিক গার্ডের পক্ষে গোটা যান নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিরাপত্তা সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। তাই ইকো পার্কে নয়া সাব ট্রাফিক গার্ড গড়ে তোলা হল। বিশ্ববাংলা গেট থেকে ইকো পার্কে প্রবেশ করার আগে সিগন্যালের ডানদিকে ছিল পুরনো নিউটাউন ফাঁড়ি। সেখানেই ইকো পার্ক সাব ট্রাফিক গার্ড হয়েছে। আর টেকনো সিটি এলাকায় নতুন করে ট্রাফিক গার্ড গড়ে উঠলে বৃত্ত সম্পূর্ণ হবে। এই বিষয়ে পুলিশ কমিশনার জানান, এই নয়া সাব ট্রাফিক গার্ড থেকেই এখন ইকো পার্ক থানা এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। আর নিউটাউন এবং টেকনো সিটি থানার ট্রাফিক নিয়ন্ত্রণ করবে নিউটাউন ট্রাফিক গার্ড। পরে টেকনো সিটি থানা এলাকাতেও আর একটি সাব ট্রাফিক গার্ড গড়ে তোলা হবে।
নিউটাউন আর ইকো পার্কে একটি করে মোট দুটি ট্রাফিক গার্ড এখন সবটা সামলাবে। কিন্তু বিধাননগর উত্তর, বিধাননগর দক্ষিণ এবং বিধাননগর পূর্ব, এই তিনটি থানার অধীনে একটি বিধাননগর ট্রাফিক গার্ড আছে। সেখানেও কি হবে নয়া ট্রাফিক গার্ড? উঠছে প্রশ্ন। তবে পুলিশ কমিশনার বলেন, ‘সল্টলেকে বিধাননগর দক্ষিণ থানা এলাকায় একটি নয়া সাব ট্রাফিক গার্ড হবে।’ বুধবার নয়া সাব ট্রাফিক গার্ডের উদ্বোধনে পুলিশ কমিশনার ছাড়াও যুগ্ম পুলিশ কমিশনার বাদানা বরুণ চন্দ্রশেখর, ডিসি ট্রাফিক নিমা নরবু ভুটিয়া, ডিসি নিউটাউন মানব সিংলা, এসিপি নিউটাউন উৎসা শ্রীমানি এবং উচ্চপদস্থ অফিসাররা ছিলেন।