বিভিন্ন জেলায় চাকরিহারাদের ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে বুধবার রাজ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবথেকে আলোচিত হয় কসবার ডিআই অফিসের ঘটনা। এছাড়াও দুর্গাপুর, বারাসত, হুগলি সহ বিভিন্ন এলাকায় চাকরিহারাদের ক্ষোভের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
বুধবার অন্যান্য জেলার মতো স্কুল পরিদর্শকের সঙ্গে দেখা করতে চেয়ে কসবার ডিআই অফিসে গিয়েছিলেন চাকরিহারাদের একাংশ। স্কুল পরিদর্শকের হাতে স্মারকলিপি তুলে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু সেই সময় তিনি অফিসে ছিলেন না। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের বিষয়টি বোঝানোর চেষ্টা করেন। তবে কোনও বাধা না মেনে ডিআই অফিসের তালা ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। এরপর অফিসের ভিতরে ঢুকতেই তাঁদের আটকায় পুলিশ। পুলিশের অভিযোগ, তাঁদের উপর বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। এই ঘটনায় চারজন পুরুষ পুলিশকর্মী ও দুইজন মহিলা পুলিশকর্মী জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হালকা বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে।
চাকরি ফেরানো সহ যোগ্য ও অযোগ্যদের আলাদা করার দাবিতে হুগলি স্টেশন থেকে ডিআই অফিসের দিকে মিছিল করেন চাকরিহারাদের একাংশ। হুগলি মোড়ে জিটি রোড অবরোধ করেন তাঁরা। পরে ডিআই অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন। শিলিগুড়িতেও ডিআই অফিসে তালা ঝোলানো হয়।মালদহেও একই ছবি ধরা পড়েছে। সেখানে ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিহারাদের।
বালুরঘাটের রঘুনাথপুর এলাকাতেও বিক্ষোভ মিছিল করেন চাকরিহারারা। মিছিল ডিআই অফিসের সামনে পৌঁছতেই পুলিশ তাঁদের আটকাতে ব্যারিকেড করে দেয়। সেই ব্যারিকেড টপকে এগোতে গিয়েই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। কোনও রকমে তাঁরা ডিআই অফিস চত্বরে প্রবেশ করেন। ডিআই অফিসের মূল কক্ষে এবং বাইরের দু’টি গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান চাকরিহারারা। সেখানে অবস্থান বিক্ষোভও করা হয়।
যোগ্যদের সরকারিভাবে কাজে ফেরানোর দাবিতে পূর্ব মেদিনীপুরের তমলুকের ডিআই অফিসেও বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারারা। এ দিন অফিসের মূলগেটে তাঁরা তালা ঝুলিয়ে দেন। তারপর সেখানেই রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন। অফিসের কর্মীদের অভিযোগ, তাঁদের অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ডিআইকেও অফিসে ঢুকতে দেওয়া হয়নি। অন্যদিকে মেদিনীপুর ডিআই অফিসের সামনেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানেও জেলা স্কুল পরিদর্শককে অফিসে ঢুকতে দেওয়া হয়নি।
নদিয়ার কৃষ্ণনগরেও জেলা স্কুল পরিদর্শকের দপ্তরের সামনেও বুধবার বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারারা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। পাশাপাশি এখানেও ডিআই অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা। এর জেরে পরিস্থিতি সামলাতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।