চাকরিহারা শিক্ষকদের উপর ‘লাথি মারা’-র ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে বলে বুধবারই জানিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতার কাছে ব্যাখ্যা তলব করেছে লালবাজার, সূত্রের খবর এমনটাই।
বুধবার কসবার শিক্ষা ভবনে জেলা স্কুল পরিদর্শক(ডিআই)-এর দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছিল চাকরিহারা শিক্ষকদের। সেই বিক্ষোভস্থলেই কলকাতা পুলিশের এক কর্মীকে চাকরিহারা শিক্ষককে লাথি মারতে দেখা যায়। দ্রুত সমাজ মাধ্যমে ভাইরাল হয় সেই ছবি। এই দৃশ্য যে কাম্য ছিল না, বুধবারই তা স্বীকার করে নিয়েছিলেন মনোজ ভার্মা।
নবান্নের সাংবাদিক বৈঠকে পুলিশের ভূমিকা প্রসঙ্গে মুখ্যসচিব মনোজ পন্থ বলেছিলেন, ‘সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছিল। পুলিশও গুরুতর আহত। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, পুলিশ অ্যাকশন নিতে বাধ্য হয়।’ তবে ‘লাথি মারা’ পুলিশের ‘ঠিক হয়নি’ এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
সূত্রের খবর, এই ঘটনায় বিভাগীয় ডিসি বিদিশা কলিতার থেকে জানতে চাওয়া হয়েছে, কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে? সেই সময় কত জন উপস্থিত ছিলেন? মোটের উপর ঘটনার একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তাঁকে, লালবাজার সূত্রে খবর এমনটাই।