• বন্দুক উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগ, কোনা এক্সপ্রেসওয়েতে উত্তেজনা
    এই সময় | ১০ এপ্রিল ২০২৫
  • হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়াল বৃহস্পতিবার দুপুরে। একটি গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

    পুলিশ সূত্রে খবর, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ধর্মতলার জমায়েতে যোগ দেওয়ার জন্য এক দল আন্দোলনকারী গাড়ি করে আসছিলেন। কোনা এক্সপ্রেসওয়ে ধরে একই পথে আসছিল দীপক গড়াই নামে আসানসোলের এক ব্যবসায়ীর গাড়ি। একটি গাড়ি অন্যটিকে ওভারটেক করা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। 

    ওই ব্যবসায়ীর গাড়িতে দু’জন সশস্ত্র পুলিশ কর্মী ছিলেন। অভিযোগ, হঠাৎই ওই দুই নিরাপত্তা কর্মী বন্দুক উঁচিয়ে ভয় দেখান। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলের অংশগ্রহণকারীরা গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী এবং পুলিশের পদস্থ কর্তারা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 

    জগাছা থানা সূত্রে খবর, ওই দুই নিরাপত্তাকর্মীর লাইসেন্স পরীক্ষা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই দুই নিরাপত্তা কর্মীর বন্দুকের লাইসেন্স আছে। গাড়ি ভাঙচুর-এর ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

  • Link to this news (এই সময়)