• চাকরিহারাদের মিছিল, সঙ্গে ওয়াকফ বিরোধী জমায়েত, জোড়া কর্মসূচিতে স্তব্ধ মধ্য কলকাতা
    এই সময় | ১০ এপ্রিল ২০২৫
  • একদিকে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে পথে নেমেছেন বহু মানুষ, অন্যদিকে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মিছিল। এই জোড়া কর্মসূচিতে রীতিমতো স্তব্ধ হয়ে গেল মধ্য কলকাতা। রাস্তায় রাস্তায় ব্যাপক যানজট। গন্তব্যে পৌঁছতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।

    এ দিন সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে রামলীলা ময়দানে জমায়েতের আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে একাধিক বাসে করে বহু মানুষ শহরে এসেছেন। পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, এজেসি বোস রোড ফ্লাইওভার থেকে শুরু করে ধর্মতলায় ব্যাপক যানজট দেখা যায়।

    সাময়িক ভাবে সিআইটি রোড থেকে শুরু করে মৌলালি ক্রসিং দিয়ে যানচলাচল বন্ধও করে দেওয়া হয়েছিল। এর ফলে ভোগান্তি চরমে ওঠে। তবে ২টো ৫৪ মিনিটে কলকাতা ট্রাফিক পুলিশের ফেসবুক পেজ থেকে একটি আপডেট দেওয়া হয়, ডন বসকো আইল্যান্ড থেকে সিআইটি রোড পর্যন্ত রাস্তা খুলে দেওয়া হয়েছে। এছাড়াও মৌলালি ক্রসিং দিয়েও যান চলাচল করছে।

    এ দিন শিয়ালদহে জমায়েত করেন এসএসসির চাকরিহারারা। তাঁরা এস এস ব্যানার্জি রোড হয়ে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে হাঁটতে শুরু করেছেন। এর ফলে শিয়ালদহ থেকে ধর্মতলাগামী রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। এ দিন পথে তুলনায় বেশি সংখ্যক ট্রাফিক সার্জেন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাস্তায় উচ্চ পদমর্যাদার আধিকারিকদের সংখ্যা বেশি। এই জোড়া মিছিলে রীতিমতো নাভিশ্বাস সাধারণ মানুষের। গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে বিস্তর হয়রানির মুখে পড়তে হচ্ছে তাঁদের।

  • Link to this news (এই সময়)