• হাইকোর্টের পাশের বিল্ডিংয়ে আগুন, নাম করা একাধিক আইনজীবীর চেম্বার এখানে
    এই সময় | ১০ এপ্রিল ২০২৫
  • হাইকোর্টের পাশের ভবনে আগুন। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের একেবারে পাশেই টেম্পল চেম্বার বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা ঘটে। এখানে বিকাশ ভট্টাচার্য-সহ একাধিক আইনজীবীর চেম্বার রয়েছে। রয়েছে একাধিক ল’ ফার্মের অফিস। দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। ভবনের বিদ্যুৎসংযোগ বন্ধ করে আগুন নেভানোর কাজ করছে দমকলের আধিকারিকরা।

    এ দিন টেম্পল চেম্বার ভবনের দরজার সামনে আগুন লাগে। এই ভবনের চারপাশে প্রচুর খাবারের দোকান। এই ভবনের সামনের দিকে প্রচুর গাড়িও। ব্যস্ত রাস্তা হওয়ায় মানুষেরও ভিড় সব সময়। এই রকম একটা জায়গায় ব্যস্ত সময়ে আগুন লাগায় হইচই পড়ে যায় এলাকায়।

    এই ভবনের তিনতলায় আইনজীবী বিকাশ ভট্টাচার্যের চেম্বার। রয়েছে বহু আইনজীবীর চেম্বার। সেখানে অনেক ফাইল, কাগজপত্রও আছে। দমকলের আধিকারিকরা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করছেন। এই ভবনে দুটি লিফ্ট রয়েছে। একটি পুরোনো লিফ্ট। সেটি বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। এ দিন সেই লিফ্টের সামনেই আগুন লাগে। শর্ট সার্কিট থেকে এই আগুন বলে অনুমান।

  • Link to this news (এই সময়)