• ভয় দেখিয়ে ধর্ষণ, তার জেরেই অন্তঃসত্ত্বা নাবালিকা, ঘৃণ্য অপরাধে প্রতিবেশী দাদুকে কড়া সাজা...
    আজকাল | ১০ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ছিল প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। তার জেরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল নির্যাতিতা নাবালিকা। দোষী সাব্যস্ত বৃদ্ধককে ২৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। 

    বুধবার জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিন্টু সুর এই সাজা ঘোষণা করেছেন। এদিন এই তথ্য দিয়ে পকসো আদালতের বিশেষ সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, ২০১৯ সালে জুন মাসে জলপাইগুড়ি মহিলা থানায় ঘটনাটির অভিযোগ দায়ের হয়েছিল। পরিবারের অভিযোগ ছিল, ভয় দেখিয়ে নাবালিকার সঙ্গে যৌনতায় লিপ্ত হয় তার দাদুর এক বন্ধু। এর জেরে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে নাবালিকা একটি সন্তানেরও জন্ম দেয়। নাবালিকার পরিবারের তরফে মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। 

    এদিন ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক বৃদ্ধকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয়। জরিমানা অনাদায়ে আরও দু'মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। এর পাশাপাশি নির্যাতিতাকে ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা দিতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথোরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)