বাড়ি পৌঁছনোর নামে রিসর্টে নিয়ে যায়, তারপরেই যুবতীকে গণধর্ষণ, হাসনাবাদে ভয়ঙ্কর কাণ্ড...
আজকাল | ১০ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাস্তা থেকে এক যুবতীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। পাশাপাশি যুবতীর অশ্লীল ভিডিও, ছবি তোলার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানা এলাকার একটি রিসর্টে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নির্যাতিতা যুবতীর অভিযোগ, ব্যাঙ্কের কাজ মিটিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় দেখা হয় এলাকার পরিচিত এক যুবক রমজান মোল্লার সঙ্গে। ওই পরিচিত যুবক তাকে গাড়িতে করে বাড়ি অবধি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেওয়ায়, তিনি গাড়িতে উঠে পড়েন। গাড়িতে উঠে ওই যুবতী দেখতে পান, আরও এক যুবক বসে আছে গাড়ির মধ্যে।
গাড়ির চালক ওই পরিচিত যুবক তাঁকে নিয়ে বাড়ির রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যেতে শুরু করায়, ওই যুবতী গাড়ি থেকে নেমে যাওয়ার কথা বলেন। যুবতীর কথা না শুনে, যুবক গাড়ি নিয়ে কয়েক কিলোমিটার চালিয়ে সোজা পৌঁছে যায় হাসনাবাদের একটি রিসর্টে। বাড়ি নিয়ে যাওয়ার বদলে হাসনাবাদের ওই রিসোর্টে নিয়ে যায় যুবতীকে। যুবতী রিসর্টে ঢুকতে না চাইলে, তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ।
যুবতীর দাবি, একপ্রকার জোর করেই তাঁকে নিয়ে যাওয়া হয় রিসর্টের একটি ঘরে। এরপর তাঁর উপরে চলে দুই যুবকের পাশবিক অত্যাচার। গোটা ঘটনার ভিডিও, ছবি তুলে রাখে ওই দুই যুবক। কোনওরকমে দুই যুবকের হাত থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলে, অভিযুক্ত দুই যুবকের তরফ থেকে মেলে হুমকি। পরবর্তীতে রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি যুবতীর তরফ থেকে পরিবারকে জানালে, রাতেই হাসনাবাদ থানায় যুবতীর তরফ থেকে দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে হাসনাবাদ থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও, এখনো অধরা অভিযুক্ত দুই যুবক।