• দুপুরেই আকাশের মুখ ভার, কয়েকঘণ্টায় জেলায় জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সাবধান হোন এখনই...
    আজকাল | ১০ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস, তা মিলেও গেল বৃহস্পতির দুপুরে। তীব্র দাবদাহে নাজেহাল শহরে স্বস্তির বৃষ্টি। বেলা বাড়তেই মুখ ভার আকাশের। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি শহর কলকাতায়। 

    শুধু কলকাতায় নয়, বৃহস্পতিবার দুপুরে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল, আগামী কয়েকঘণ্টায় কোন কোন জেলায় ঘনিয়ে আসছে দুর্যোগ। বৃহস্পতিবার দুপুরে আবহাওয়া দপ্তর আগামী কয়েকঘণ্টায় দুই পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী কয়েকঘণ্টায় ঝেঁপে বৃষ্টি নামতে পারে পূর্ব বর্ধমানে। সঙ্গে ঝড় বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে। 

    শুধু বৃহস্পতিবার নয়, একটানা সাতদিন ঝেঁপে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা বাংলায়। কালবৈশাখীর দাপটে তোলপাড় হবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। টানা চারদিন জেলায় জেলায় জারি রয়েছে সতর্কতা।‌ এমনকী নববর্ষে, উৎসবের আবহেও দুর্যোগ থেকে রেহাই মিলবে না। সেদিনও সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    শুক্রবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, দুই দিনাজপুরে ঝড়-বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা। শনিবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি সম্ভাবনা, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
  • Link to this news (আজকাল)