• একদিনে মিছিল একাধিক, হয়রান সাধারণ মানুষ, কোথায় পরিস্থিতি কেমন? সোশ্যাল মিডিয়ায় আপডেট ট্রাফিক পুলিশের...
    আজকাল | ১০ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার, সপ্তাহের মাঝে, কর্মব্যস্ততার দিন। একদিকে চূড়ান্ত কর্মব্যস্ততা, অন্যদিকে শহরের বুকে একাধিক মিছিল। যানজট যে হবেই, আগেই আঁচ করা গিয়েছিল তা। বৃহস্পতিবার বেলা বাড়তেই দেখা গেল মিছিলে, সমাবেশে একপ্রকার অবরুদ্ধ মধ্য কলকাতা। রোদে-গরমে মাঝ রাস্তায় আটকে নাজেহাল সাধারণ মানুষ। ৩-৪ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে অন্তত ২০-২৫ মিনিট। 

    বৃহস্পতিবার পথে নেমেছেন চাকরিহারারা। মুখ্যমন্ত্রী তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেও চাকরিহারাদের একাংশ প্রতিবাদে পথে। বুধবারের একাধিক জায়গার বিক্ষোভের পর, বৃহস্পতিবার মহানগরের রাজপথে। বেলা ১২টা নাগাদ শিয়ালদহে জমায়েত হয়, মৌলালি হয়ে ধর্মতলা পৌঁছবে তাঁদের মিছিল। অন্যদিকে সদ্য পাশ হয়ে ওয়াকফ বিলের বিরোধীতায় সমাবেশ রামলীলা ময়দানে। 

    দুই মিছিলে কোন কোন রাস্তায় সমস্যায় পড়বেন সাধারণ মানুষ, কিংবা সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে, সকালেই তালিকা দিয়ে জানিয়েছিল কলকাতা ট্রাফিক পুলিশ। জানানো হয়েছিল, মিছিলের কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত সমস্যা হতে পারে বিবেকানন্দ রোড থেকে, রবীন্দ্র সরণি, কে কে টেগোর স্ট্রিট, কোলে মার্কেট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং, এসএন ব্যানার্জি রোড, ডেরিনা ক্রসিং, গড়িয়াহাট ক্রসিং, আলিমুদ্দিন স্ট্রিট-সহ বেশকিছু জায়গায়। সভার কারণে অবরুদ্ধ প্রায় রামলীলা ময়দান।

    তালিকা ছাড়াও, দিনের কোন সময়ে শহরের কোন জায়গায় ট্রাফিকের অবস্থা কেমন, সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশ আপডেট দিয়ে জানিয়েছে তা।
  • Link to this news (আজকাল)