• যুবতীকে গণধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য বসিরহাটে
    বর্তমান | ১০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক যুবতীকে গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের টাকি এলাকায়। নির্যাতিতা যুবতী বুধবার রাতে এ নিয়ে অভিযোগ দায়ের করেছেন হাসনাবাদ থানায়।জানা গিয়েছে, বুধবার দুপুরে ব্যাঙ্কের কাজে গিয়েছিলেন নির্যাতিতা। ফেরার পথে পরিচিত এক যুবক গাড়িতে এসে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। গাড়িতে তুলে তাঁকে জোর করে সটান নিয়ে যাওয়া হয় টাকির একটি রিসর্টে। গাড়ির ভেতরে চিৎকার করছিলেন আক্রান্ত মহিলা। কিন্তু দুপুরে এলাকা জনহীন ও গাড়ির কাচ তোলা থাকায় তাতে কাজ হয়নি। এরপর টাকিতে একটি রিসর্টে নিয়ে গিয়ে প্রায় ১০ ঘন্টা আটকে রেখে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকি সেই ভিডিও তুলে ব্ল্যাকমেইল করা হচ্ছে বলেও দাবি নির্যাতিতার।সমস্ত বিষয়টি নিয়ে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যুবতী। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)